Web bengali.cri.cn   
চীন ও পর্তুগাল ফোরাম হচ্ছে চীন ও পোর্তুগীজভাষী দেশগুলোর শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগের সেতু
  2010-11-17 12:53:36  cri

চীন ও পোর্তুগীজভাষী দেশগুলোর মধ্যে বিনিময় ও সহযোগিতার ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ছাং হে সি ম্যাকাওয়ের ভূয়সী প্রশংসা করেন। চীন ও পর্তুগাল ফোরামের একটি কৌশলগত প্ল্যাটফর্ম হিসেবে ম্যাকাও হচ্ছে এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে পোর্তুগীজভাষী দেশগুলোর শিল্প ও বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতার একটি খোলা জানালা । এর মধ্য দিয়ে ম্যাকাও বেশ গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ভূমিকা পালন করেছে। চীন ও পর্তুগালের শিল্পপ্রতিষ্ঠানের জন্য চীন ও পর্তুগাল ফোরাম তাদের সেবা প্রদানের প্রতিক্ষায় রয়েছে। এ সম্পর্কে ছেং হে সিতিনি বলেন:

"চীন ও পোর্তুগীজভাষী দেশগুলোর মধ্যে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা চালানো সব শিল্পপ্রতিষ্ঠানের জন্য সেবা প্রদান করতে চীন ও পর্তুগাল ফোরাম আগ্রহী। একটি স্থায়ী সংস্থা হিসেবে এ ফোরামের স্থায়ী সচিবালয় চীন ও পোর্তুগীজভাষী দেশগুলোর শিল্পপ্রতিষ্ঠানের বিনিময় ও সহযোগিতার জন্য একটি সেতু স্থাপন করেছে। একই সঙ্গে চীনে পুঁজি বিনিয়োগ করতে চায় সেসব শিল্পপ্রতিষ্ঠানকে সেবা প্রদান করতেও ফোরাম আগ্রহী"।

জানা গেছে, চীন ও পোর্তুগীজভাষী দেশগুলোর আর্থ-বাণিজ্যিক কর্মকর্তা ছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন দেশের অনেক শিল্পপতিরাও এবারের ফোরামে উপস্থিত ছিলেন। চীন ও পর্তুগালের গত দু'বারের ফোরামে চীন ও পর্তুগালের হাজার হাজার শিল্পপতি মুখোমুখী আলোচনা করে ফলপ্রসূ সাফল্য অর্জন করেছেন।–ওয়াং হাইমান


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040