Web bengali.cri.cn   
বিশ্ব বাণিজ্য সংস্থায় কর্মরত চীনের রাষ্ট্রদূত সুন চেন ইয়ু'র বিশেষ সাক্ষাত্কার
  2010-10-21 15:11:59  cri

গত জুলাই মাসে বিশ্ববাণিজ্য সংস্থার দোহা রাউন্ড আলোচনা সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের সম্মেলনে কৃষি পণ্যের বিশেষ নিশ্চিত ব্যবস্থা সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে গুরুতর মতভেদ থাকার কারণে সেবার সম্মেলন ব্যর্থ হয়েছিল। এ জন্য দোহা রাউন্ড আলোচনাও অচলাবস্থায় রয়েছে। এর আগে ওয়াশিংটন ও লন্ডনে অনুষ্ঠিত দু'বার জি-২০ আর্থিক শীর্ষ সম্মেলনে দোহা রাউন্ড আলোচনা যত তাড়াতাড়ি সম্ভব সফল করে তোলার অনুরোধ জানানো হলেও সব বিষয়ের ওপর কার্যকরভাবে দোহা রাউন্ড আলোচনা পুনরায় শুরু করা যাচ্ছিল না। এর সংশ্লিষ্ট বাধা কোথায় সে সম্পর্কিত আলোচনায় সুন চেন ইয়ু মনে করেন, দোহা রাউন্ড আলোচনায় এখনও প্রযুক্তিগত পর্যায়ের সমস্যা ও মতভেদ রয়েছে। তবে এ সব যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মনোভাব অস্থিতিশীল থাকার সঙ্গে সম্পর্কিত । এ সম্পর্কে রাষ্ট্রদূত সুন চেন ইয়ু বলেন:

"ওবামা সরকার ক্ষমতাসীন হওয়ার পর, অতীত আলোচনার ফলাফল পর্যায়লোচনা করেছে। তবে তারা মনে করেন, বাণিজ্যিক সমস্যাটিক কোন গুরুত্বপূর্ণ স্থানে রাখেনি ওবামা সরকার। ওবাম সরকার চিকিত্সা সংস্কার, জলবায়ু পরিবর্তন, আর্থিক সংকট এবং গুরুতর আন্তর্জাতিক সমস্যার ওপর কিছুটা গুরুত্ব আরোপ করেছে"।

এবারের দোহা রাউন্ড আলোচনা পুনরায় শুরু করার অর্থ হচ্ছে বিশ্বের আর্থিক সংকট কাটিয়ে উঠা এবং উন্নত দেশগুলোর অর্থনীতির ব্যাপক পিছিয়ে যাওয়ার পটভূমিতে চালানো প্রচেষ্টা । দোহা রাউন্ড আলোচনার ওপর আর্থিক সংকটের এনে দেয়া প্রভাব সম্পর্কিত আলোচনায় রাষ্ট্রদূত সুন চে ইয়ু নিজের বক্তব্য ব্যক্ত করেছেন। এ সম্পর্কে তিনি বলেন:

" আর্থকি সংকটের পর, প্রতিটি দেশের জন্য সব কর্মসংস্থানে সুযোগ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এর মধ্যেই রয়েছে যুক্তরাষ্ট্র। আলোচনার ফলাফল সম্পর্কিত পর্যায়লোচনায় যুক্তরাষ্ট্র মনে করে, আলোচনা রপ্তানির ক্ষেত্রে তেমন একটা কল্যাণ সৃষ্টি করেনি এবং কর্মসংস্থানেরও তেমন সুযোগ সৃষ্টি করেনি"।–ওয়াং হাইমান


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040