Web bengali.cri.cn   
আংকারায় "চীনকে জানুনঃ তুরস্ক অভিযাত্রা" নামক সাংস্কৃতিক তত্পরতা শুরু
  2010-10-20 14:59:22  cri

এবারের উদ্বোধনী অনুষ্ঠান সকল দর্শকদের আন্তরিক প্রশংসা পেয়েছে। চীনের হান, উইগুর ও কাজাকসহ ৭টি জাতির শিল্পীরা উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য , সংগীত ও উইগুরের মুকাম নাট্যাংশে অভিনয় করেন। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতি সংস্থা মুকামকে মানবজাতির মৌখিক ও অ-বস্তুগত উত্তরাধিকার শিল্পের অন্তর্ভুক্ত করেছে। তা তুরস্কের দর্শকদের প্রশংসা পেয়েছে। অভিনেতা ইজেত প্রথমবারের মত তুরস্কে এসেছেন। তুরস্কের সুন্দর দৃশ্য ও আতিথেয়তা তাঁর মনে প্রগাঢ় ছাপ ফেলেছে। তিনি আমাদের সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন,

"আমি প্রথমবারের মতো এতো সুন্দর দেশ তুরস্কে এসেছি। এখানকার পরিবেশ খুবই চমত্কার । এখানকার দশর্করা আমাদের পরিবেশনা খুবই পছন্দ করেছেন। এটা আমাদের অহংকার"।

এ ছাড়া,'চীনকে জানুনঃ তুরস্ক অভিযাত্রায়' রাজনৈতিক ফোরাম, অর্থ-বাণিজ্যক ফোরাম, সংবাদিক ও লেখক যোগাযোগ, চলচ্চিত্র ও টেলিভিশন সপ্তাহ এবং সুস্বাদু খাদ্য দিবসসহ অনুষ্ঠান থাকবে। চীনের প্রায় ১০০জন শিল্পী, লেখক, বিশেষজ্ঞ ও সাংবাদিক তুরস্ক সফর করবেন এবং চীন ও তুরস্কের সাংস্কৃতিক যোগাযোগ ত্বরান্বিত করার মাধ্যমেও দু'দেশের জনগণের মৈত্রী বাড়াবেন।

১৯৯৯ সাল থেকে যুক্তরাষ্ট্র, জার্মানী, রাশিয়া এবং দক্ষিণকোরিয়াসহ বিভিন্ন দেশে 'চীনকে জানুন' অনুষ্ঠান হয়েছে এবং তা সংশ্লিষ্ট দেশের জনগণের প্রশংসা পেয়েছে।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040