Web bengali.cri.cn   
আংকারায় "চীনকে জানুনঃ তুরস্ক অভিযাত্রা" নামক সাংস্কৃতিক তত্পরতা শুরু
  2010-10-20 14:59:22  cri

শ্রোতাবন্ধুরা, চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় , চীনের সংস্কৃতি মন্ত্রণালয় , তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংস্কৃতি ও পর্যটন বিভাগসহ বিভিন্ন বিভাগের যৌথ উদ্যোগে 'চীনকে জানুনঃ তুরস্ক অভিযাত্রা' নামক বৃহত্তম সাংস্কৃতিক তত্পরতা ১৭ অক্টোবর সন্ধ্যায় তুরস্কের রাজধানি আংকারায় শুরু হয়েছে। চীনের জাতীয় সংগীত ও নৃত্য দল দু'দেশের দর্শকদের জন্য একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে। আচ্ছা বন্ধুরা, আজকের সাংস্কৃতিক ঘটনা অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।

উদ্বোধনী অনুষ্ঠান আংকারার ছেইইয়োলু থিয়েটারে অনুষ্ঠিত হয়। চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়, তুরস্কে চীনের দূতাবাস এবং তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়সহ দু'দেশের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের উপ-মহাপরিচালক ওয়াং চুং ওয়েই এবারের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। প্রথমেই তিনি এবারের অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেয়া দু'পক্ষের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, 'চীনকে জানুনঃ তুরস্ক অভিযাত্রা' সাংস্কৃতিক তত্পরতা চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও'র তুরস্ক সফর করার এক সপ্তাহের মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে। যা দু'দেশের শীর্ষ নেতৃবৃন্দের দু'দেশের সম্পর্ক ও মতৈক্য উন্নয়নের একটি নির্দিষ্ট ব্যবস্থা বলে মনে করা হয়। এ সম্পর্কে ওয়াং চুং ওয়েই বলেন:

" দু'দেশের মৈত্রীর সম্পর্ক অবিরাম গভীর হওয়ার পটভূমিতে তুরস্কে এবারের সাংস্কৃতিক তত্পরতা আয়োজনের মধ্য দিয়ে দু'দেশের জনগণের সমঝোতা গভীর, মৈত্রীকে ত্বরান্বিতকরণ এবং সহযোগিতা জোরদার করার শুভেচ্ছার দিকটিই প্রতিফলিত হয়েছে। প্রতিবছর আমরা দু'টি বা একটি দেশকে বাছাই করে ' চীনকে জানুন' নামক সাংস্কৃতিক তত্পরতার আয়োজন করি। এ বছর আমরা তুরস্ককে বাছাই করেছি, এ থেকে স্পষ্ট যে, তুরস্ক এবং চীন ও তুরস্কের মৈত্রীর সম্পর্ক উন্নয়নের ওপর চীন কতটা গুরুত্ব আরোপ করছে"।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখার সময় ওয়াং চুং ওয়েই সাংস্কৃতিক বিনিময় বিষয়টির কথাও উল্লেখ করেছেন। এ সম্পর্কে তিনি বলেন:

" ভিন্নতার জন্যই বিশ্ব চমত্কার এবং স্ববৈশিষ্ট্যের জন্য সংস্কৃতি সুদীর্ঘ। সংস্কৃতির জীবনীশক্তি বিভিন্ন সংস্কৃতির পারস্পরিক সংমিশ্রণের মাধ্যমে উন্নয়ন করা যায়। এবারের সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে চীন ও তুরস্কের জনগণের পারস্পরিক উপভোগ , সমঝোতা গভীর এবং মৈত্রীকে জোরদার করার ব্যাপারে আমরা আশাবাদী"।

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040