Web bengali.cri.cn   
'কনফুসিয়াস সাংস্কৃতিক সপ্তাহ'প্যারিসে অনুষ্ঠিত
  2010-09-22 19:58:40  cri

এদিন চীনা জনগণের প্রবীন বন্ধু এবং ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী জ্যান-পিয়েরে রাফারিন এবারের সংগীত ও নৃত্য পরিবেশনা উপভোগ করেন। পরিবেশনা উপভোগের পর তিনি 'নতুন ও পুরানো কনফুসিয়াস' এর মজার কথা নিয়ে এবারের কর্মসূচীর তাত্পর্য ব্যাখ্যা করেন। এ সম্পর্কে তিনি বলেন:

"এবারের কর্মসূচী হচ্ছে চীন সরকার ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত। আমি মনে করি, এটি খুবই গুরুত্বপূর্ণ। কনফুসিয়াসের চিন্তাধারায় চীনারা ছাড়াও বিশ্ব জনগণও উপকৃত হবেন। উল্লেখ্য, কনফুসিয়াস চিন্তাধারার ওপর ইউনেস্কো তার আরও বাস্তব তাত্পর্য প্রদান করেছে"।

ইউনেস্কো সম্মেলনের চেয়ারম্যান ডাভিডসন এল. হেপবার্নও অনেক দর্শকদের সাথে কনফুসিয়াস ছবি প্রদর্শনী উপভোগ করেন। 'কনফুসিয়াস সাংস্কৃতিক কর্মসূচী' আরো অনেকের জন্য কনফুসিয়াসকে জানানোর জন্য একটি উপযুক্ত সুযোগ সৃষ্টি করেছে বলে তিনি মনে করেন। এ সম্পর্কে তিনি বলেন:

"কনফুসিয়াস ও তাঁর চিন্তাধারা জানানো আমাদের দরকার। ইউনেস্কোয় অনুষ্ঠিত এবারের 'কনফুসিয়াস সাংস্কৃতিক কর্মসূচীর' মাধ্যমে আমরা এ মহান ব্যক্তি ও তাঁর চিন্তাধারা জানানোর সুযোগ পেয়েছি। অবশ্যয় আমিও এতে অংশ নিয়েছি।

ছবি প্রদর্শনীর সামনে ক্যারোলিন নামে একজন ফরাসী দর্শক অনেক ক্ষণ দাঁড়িয়ে ছিলেন। তিনি বলেন, এ সব ছবি দেখে তাঁর চীনে কনফুসিয়াস মন্দির পরিদর্শনের কথা স্মরণে আসে। এ সম্পর্কে তিনি বলেন:

"আমি মনে করি, কনফুসিয়াস চিন্তাধারার ভিত্তি হচ্ছে অন্যকে সম্মান করা ও সুষমতায় থাকা। আমি চীনে গিয়ে শানতুং প্রদেশের ছুফু কনফুসিয়াস মন্দির পরিদর্শন করতাম। সেবারের কনফুসিয়াস মন্দির পরিদর্শন আমার মনে প্রগাঢ় ছাপ ফেলেছে।"--ওয়াং হাইমান


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040