|
শ্রোতাবন্ধুরা, কনফুসিয়াস হচ্ছেন চীনের প্রাচীনকালের একজন মহান চিন্তাবিদ ও শিক্ষাবিদ। কনফুসিয়াস চিন্তাধারা যে কেবল চীনের ইতিহাস ও সংস্কৃতির ওপর দীর্ঘ ও গভীর প্রভাব ফেলেছে তা নয়, তা মানবজাতির সভ্যতার অগ্রগতি অর্জনেও বেশ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ৬ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চীনের সংস্কৃতি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় , ইউনেস্কো ও চীনের শানতুং প্রাদেশিক সরকার সম্মিলিতভাবে ইউনেস্কোর প্যারিস সদর দফতরে 'কনফুসিয়াস সাংস্কৃতিক সপ্তাহ' কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শ্রোতাবন্ধুরা, আজকের 'সাংস্কৃতিক বিনিময়' অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।
ইউনেস্কো সদর দফতরে অনুষ্ঠিত 'কনফুসিয়াস সাংস্কৃতিক সপ্তাহ' কর্মসূচী হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে চীন সরকার ইউনেস্কোয় অনুষ্ঠিত যে ব্যাপকতার দিক থেকে সবচেয়ে বৃহত্তম, অংগ্রহণকারীর সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি এবং পর্যায় থেকে এক সর্বোচ্চ বড় আকারের সাংস্কৃতিক কর্মসূচী। এবারের কর্মসূচী সুষ্ঠুভাবে আয়োজনের জন্য ৮০জনকে নিয়ে গঠিত একটি প্রতিনিধি দল পাঠায় চীন। এ প্রতিনিধি দলের প্রধান এবং চীনের উপ-সংস্কৃতিমন্ত্রী চাও শাও হুয়া মনে করেন, এবারের সাংস্কৃতিক কর্মসূচীকে 'কনফুসিয়াস চিন্তাধারার' একটি 'আন্তঃদেশীয় বিনিময়' কর্মসূচী বলে অভিহিত করা হয়। এ সম্পর্কে তিনি বলেন:
"কনফুসিয়াসের চিন্তাধারা এক আন্তঃদেশীয় বিনিময় বলে আমি মনে করি। চীন ছাড়া বিশ্বে আরও অনেকেই কনফুসিয়াস চিন্তাধারার ওপর বেশ গুরুত্ব আরোপ করে থাকেন। এর মধ্যে রয়েছে জীবন ও সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্র। সুতরাং, আমাদের উচিত কনফুসিয়াস চিন্তাধারা সুষ্ঠুভাবে উত্তরাধিকার হিসেবে গ্রহণ করা এবং কনফুসিয়াস চিন্তাধারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পরিচয় করিয়ে দেয়া।"
এবারের 'কনফুসিয়াস সাংস্কৃতিক সপ্তাহ' কর্মসূচী যে কেবল দর্শকদের কাছে বেশ অনেক ছবি প্রদর্শনী প্রদান করেছে তা নয়, তা চীনের ঐতিহ্যবাহী নিজস্ব বৈশিষ্ট্যসম্পন্ন বিষয়ও ফরাসী বন্ধুদের কাছে প্রদর্শন করেছে। এ সব লোক শিল্প ফরাসী বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করেছে।
দর্শকদের সক্রিয়তা সুষ্ঠুভাবে সমন্বয় করার জন্য এবারের কর্মসূচীর উদ্যোক্তার লোক সংগীত ও নৃত্যসহ বিভিন্ন বিষয়য়ের মধ্য দিয়ে কনফুসিয়াস চিন্তাধারার মহত্ব ও গভীরতা প্রতিফলিত হয়। ৬ সেপ্টেম্বর ইউনেস্কোর ১ নম্বর ভবনে কনফুসিয়াস মহান সংগীত ও নৃত্য পরিবেশিত হয়। প্রায় ৪০ জন চীনা অভিনেতা-অভিনেত্রী এক মনোজ্ঞ পরিবেশনায় অংশ গ্রহণ করেন।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |