|
||||||||||||||||||||||||||||

"চীনের দশটি বড় অপেরার মধ্যে অন্যতম হিসেবে কুয়াং তুং অপেরার নিজের স্ববৈশিষ্ট্যসম্পন্ন অবস্থা রয়েছে। এর মধ্যে অপেরার বিভিন্ন রকমের মনোজ্ঞ বিষয়টিও রয়েছে। যেমন পেইচিং অপেরা কুয়াং তুং আঞ্চলিক ভাষায়ও পরিবেশন করা যায়।"
চীনের সংস্কার ও উন্মুক্তকরণের পর, কুয়াং তুং সবার আগে তার দরজা খুলে দিয়ে বৈদেশিক অর্থনীতি এবং সাংস্কৃতিক বিনিময়ে এক আকর্ষণীয় চরিত্রেকে তুলে ধরেছে। এর সাহায্যে আগে সমৃদ্ধ ছিল না এমন লিং নান অঞ্চলকে একটি অর্থনৈতিক উন্নত ও সাংস্কৃতিক শক্তিশালী অঞ্চলে পরিণত হয়েছে।
কুয়াং তুং আঞ্চলিক ভাষা তার উন্নয়ন প্রক্রিয়ায় চীনের উত্তর ও দক্ষিণাঞ্চলের আঞ্চলিক ভাষার উপযুক্ত অভিজ্ঞতা প্রদান করেছে। পেইচিং শিক্ষক বিশ্ববিদ্যালয়ের হান ভাষা ও সংস্কৃতি কলেজের অধ্যাপক তিং ছুং মিং মনে করেন, ফু থুং হুয়া বেশ জনপ্রিয় হলেও কুয়াং তুং আঞ্চলিক ভাষা ও সংস্কৃতিও নিজের স্ববৈশিষ্ট্যসম্পন্ন অবস্থায় রয়েছে। এ সম্পর্কে তিনি বলেন:
" আমি সংস্কৃতির বহুমুখীনতারর পক্ষপাতি। প্রাকৃতিক পরিবেশে বহুমুখীনতার মতো আমাদের প্রচলিত ভাষা ছাড়াও আঞ্চলিক ভাষা থাকা দরকার। --ওয়াং হাইমান


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |