Web bengali.cri.cn   
কুয়াং তুং আঞ্চলিক ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করা জরুরি
  2010-09-17 18:44:19  cri

সম্প্রতি চীনের কুয়াং তুং প্রদেশের রাজধানি কুয়াং চৌ শহরের এক প্রস্তাবে বলা হয়েছে যে, কুয়াং চৌ টেলিভিশন কেন্দ্রের একটি চ্যানালে এক বিশেষ সময়ে শুধু ফু থুং হুয়া ভাষায় খবর পড়া হোক'। এ প্রস্তাবটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। কুয়াং তুং আঞ্চলিক ভাষার অবসান করা হবে কি না এ সম্পর্কে বেশ আলোচনা হয়। বন্ধুরা, আজকের সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।

গত শতাব্দীর ৭০ দশকের শেষ দিকে চীনের সংস্কার ও উন্মুক্তকরণের পর, কুয়াং তুং শহরের ব্যাপক উন্নয়ন হয়েছে। এর কল্যাণে কুয়াং তুং আঞ্চলিক ভাষাও সারা চীনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যা ইতোমধ্যেই চীনে সবচেয়ে শক্তিশালী আঞ্চলিক ভাষাগুলোর মধ্যে অন্যতম একটি আঞ্চলিক ভাষায় পরিণত হয়েছে। একই সঙ্গে নতুন উন্নয়নের প্ল্যাটফর্ম খুঁজে বের করার জন্য 'লিং নান' অধিবাসীরাও বিদেশে যাওয়ার ব্যবস্থা নিয়েছেন। এভাবেই তারা 'লিং নান' সংস্কৃতি এবং কুয়াং তুং আঞ্চলিক ভাষা দু'টিকেই বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছেন। পেইচিং শিক্ষক বিশ্ববিদ্যালয়ের হান ভাষা ও সংস্কৃতি কলেজের অধ্যাপক তিং ছুং মিং বলেছেন যে, অব্যাহত বিনিময় ও মিলে মিশে থাকার মাধ্যমে কুয়াং তুং আঞ্চলিক ভাষা ও 'লিং নান' সংস্কৃতি আরো বেশি প্রচার ও উন্নয়ন পেয়েছে। তার প্রভাব সারা বিশ্বে চীনা অধ্যূষিত অঞ্চলে প্রশংসা কুড়িয়েছে। এ সম্পর্কে তিনি বলেন:

"হান ভাষার একটি আঞ্চলিক ভাষা হিসেবে কুয়াং তুং ভাষা সারা বিশ্বে নিজের প্রভাব ফেলেছে। কারণ কুয়াং তুং আঞ্চলিক ভাষা বলা চীনারা বিদেশে যাওয়ার সময় এ ভাষাও সাথে নিয়ে গেছেন। এভাবেই বিদেশে চীনা অধ্যূষিত অঞ্চলেও কুয়াং তুং আঞ্চলিক ভাষা বজায় রয়েছে। এমন কি, কিছু কিছু অঞ্চলে চীনারা শুধু কুয়াং তুং আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন।"

কুয়াং তুং অপেরা হচ্ছে 'লিং নান' সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটিও কুয়াং তুং আঞ্চলিক ভাষা অঞ্চলে প্রচলিত। কুয়াং তুং অপেরার একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সহজেই বোঝা যায় এবং এর সুর সুন্দর। ছাও সিউ ছিন হচ্ছেন কুয়াং তুং অপেরার একজন বিখ্যাত শিল্পী। তিনি বহুবার চীন সরকারের পক্ষ থেকে বিদেশে শিল্পকলার অনুষ্ঠান পরিবেশন করেন। এ সম্পর্কে তিনি বলেন:

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040