|
" শাও সিং একটি প্রাচীন সাংস্কৃতিক নগর। ২০ বছর আগে আমি এখানে ভ্রমণ করেছিলাম। সেখানকার গভীর জাতীয় সংস্কৃতি আমার মনে প্রগাঢ় ছাপ ফেলেছে। এবারের সমবেত সঙ্গীত প্রতিযোগিতা হচ্ছে আধুনিক সমবেত সঙ্গীত বিষয়ক একটি শিল্প উত্সব। এর ২ হাজার ৫ শ' বছরের সুদীর্ঘ ইতিহাস রয়েছে যে, এ নগর—শাও সিং উত্সব সুষ্ঠুভাবে করতে পারে? তবে এখানে এসে আমি অপ্রত্যাশিতভাবে খুশি পেয়েছি। শাও সিংয়ের জনসাধারণ এবারের প্রতিযোগিতার জন্য অনেক বেশি প্রস্তুতি নিয়েছেন। আমি তাদের অসংখ্য ধন্যবাদ জানাই"।
ইতিহাসে সাংস্কৃতিক, রাজনৈতিক ও বৈজ্ঞানিক ক্ষেত্রে শাও সিং শহরে অনেক বিখ্যাত ব্যক্তি ছিলেন। তবে এবারের আন্তর্জাতিক তত্পরতা আয়োজন হচ্ছে প্রথমবারের মতো। অনেক অধিবাসী বলেছেন, জীবনে কখনো এতো বেশি বিদেশী দেখেননি। এবারের সমবেত সঙ্গীত প্রতিযোগিতা কমিটির কর্মকর্তা ফান চি লিং বলেন, এবারের প্রতিযোগিতার জন্য ইতোমধ্যেই দু'বছরেরও বেশি প্রস্তুতি নিয়েছেন। এর কল্যাণে শাও সিং সুষ্ঠুভাবে বিশ্বকে তা দেখাতে পেরেছে। এ সম্পর্কে তিনি বলেন:
"সমবেত সঙ্গীত প্রতিযোগিতা নির্দিষ্ট মাত্রায় ঐতিহ্যবাহী ও আধুনিক সংস্কৃতির সম্মিলনের সুযোগ সৃষ্টি করেছে বলে মনে করা হয়"। এবারের সমবেত সঙ্গীত প্রতিযোগিতায় প্রত্যেক অংশগ্রহণকারী দলের সবাই নিজের সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিভা প্রদর্শন করতে চেয়েছে। ইন্দোনেশিয়ার জাকার্তার সমবেত সঙ্গীত দল ৩৮জন শিল্পীকে নিয়ে গঠিত। তাদের সবার বয়স ৫০ থেকে ৭০ বছরের মধ্যে। এবারের চীন সফর সম্পর্কে তারা সবাই সন্তোষ প্রকাশ করেন। এ দলের একজন সদস্য লিন শেং ইয়াও বলেন:
"আমাদের সবার বয়স ৫০ থেকে ৭০ বছরের মধ্যে। আমাদের বয়স বেশি হলেও আমাদের মন কিন্তু তরুণ-তরুণীদের মতো। শাও সিং অধিবাসীদের আতিথেয়তা আমাদের মনে গভীর ছাপ ফেলেছে"।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |