|
বিশ্বের ষষ্ঠ সমবেত সঙ্গীত প্রতিযোগিতা সম্প্রতি চীনের চে চিয়াং প্রদেশের শাও সিং শহরে অনুষ্ঠিত হয়েছে। শাও সিংকে চীনের 'অপেরার জন্মস্থান' বলে অভিহিত করা হয়। এ শহরের ২ হাজার ৫ শ' বছরের সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাস রয়েছে। বিশ্বের ৮০টিরও বেশি দেশ ও অঞ্চলের ২০ হাজারেরও বেশি প্রতিযোগী এবারের সমবেত সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নেন। এবারের প্রতিযোগিতার মাধ্যমে অন্য দেশের সংস্কৃতিকে জানা এবং নিজের জাতির সঙ্গীত প্রচারের একটি উপযুক্ত সুযোগ হিসেবে মনে করেন সকল প্রতিযোগিরা।
বিশ্বের সমবেত সঙ্গীত প্রতিযোগিতাকে ' সমবেত সংগীতের অলিম্পিক' বলে অভিহিত করা হয়। আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় তহবিল জার্মান সদর দফতরের উদ্যোগে দু'বছর অন্তর একবার অনুষ্ঠিত হয়। আসলে এটি হলো চীনাদের দ্বিতীয়বারের মত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়া। ২০০৬ সালে চীনের ফু চিয়ান প্রদেশের সিয়া মেনে বিশ্বের চতুর্থ সমবেত সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেবার ছিল চীনাদের প্রথম অংশগ্রহণ ।
চীনের কেন্দ্রীয় সঙ্গীত কলেজের অধ্যাপক এবং সিয়া মে 'এ ইয়ু' সঙ্গীত দলের মহাপরিচালক চেং সিয়াও ইং বলেন, সমবেত সঙ্গীত আসলে চীনের নিজস্ব বৈশিষ্ট নয়। পশ্চিমা দেশ থেকে তা চীনে আসার এক শ'রও বেশি বছরের ইতিহাস রয়েছে। সমবেত সঙ্গীত পরিবেশনায় সবার উচিত পারস্পরিকভাবে সুষ্ঠু সমন্বয় রাখা। এবারের সমবেত সঙ্গীত প্রতিযোগিতার প্রধান হিসেবে চেং সিয়াও ইং এ ছোট্ট শহর—শাও সিংকে সুষ্ঠুভাবে ২০ হাজারেরও বেশি প্রতিযোগির অংশগ্রহণে প্রতিযোগিতা ঠিকমত আয়োজন করতে পারবেন কি না এমন উদ্বেগ প্রকাশ করেছিলেন। এ সম্পর্কে তিনি বলেন:
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |