|
প্রশান্তমহাসাগরীয় যুদ্ধ বাঁধার পর প্রসিদ্ধ নৃতত্ত্ববিদ ওয়ে দুন রুই যিনি পেইচিং মানবের ফসিল নিয়ে গবেষনা করতেন তিনি মনে করেন , সিয়ে হো হাসপাতাল আর নিরাপদ নয় ।তাই তিনি পেইচিং মানবের ফসিল মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়ে সেখানে সংরক্ষণের প্রস্তাব দেন । পার্ল বন্দরের উপর জাপানের অতর্কিত হামলা চালানোর দু তিন সপ্তাহিক আগে সিয়ে হো হাসপাতালের লোজিস্টিকস বিভাগের পরিচালক বোওয়েন হঠাত পেইচিং মানবের ফসিল বার্ক্সে ভর্তি করার নির্দেশ দেন ।তাঁর নির্দেশ অনুসারে পেইচিং মানবের মাথার পাঁচটি খুলি ও মাথার হাড়ের ১৫টি ভগ্নাংশ , ১৪টি চোয়ালের হাড়,কন্ঠাস্থি,ঊরাস্থি, ভুজস্থি ,দাঁত সহ ১৪৭টি ফসিল কাগজ , তুলা আর কাপড় দিয়ে মুড়ে দুটো কাঠের বার্ক্সে ভর্তি করে মার্কিন দূতাবাসে পাঠানো হয় । মার্কিন মেরিন বাহিনীর পাহারায় সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানোর কথা ছিল । বিশ্বের দৃষ্টি তখন এই অত্যন্ত মুল্যবান ফসীলের উপরে নিবদ্ধ ছিল । কিন্তু এরপর পেইচিং মানবের ফসীল অদ্ভুতভাবে নিখোঁজ হয়েছে। আজো তা খুঁজে পাওয়া যায় নি ।
কেউ কেউ বলে , পেইচিং মানবের ফসিল প্রেসিডেন্ট হারিসেন পোস্ট জাহাজে বোঝাই করা হয়েছিল । মার্কিন যুক্তরাষ্ট্র যাওয়ার পথে পেইচিং মানবের ফসিল সমেত পোস্ট জাহাজটি সমুদ্রতলায় ডুগে গেছে ।কেউ কেউ বা বলে , জাপানী বাহিনী পোস্ট জাহাজটি আটক করে পেইচিং মানবের ফসিল লুট করেছে । এরপর একাধিক বার হস্তান্তরের পর তার আর ঠিক-ঠিকানা নেই ।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |