|
||||||||||||||||||||||||||||
আমাদের সাংবাদিক বেশ কয়েকটি প্যাভিলিয়নে গিয়ে দেখেছেন যে, বিভিন্ন প্যাভিলিয়নে সবচেয়ে বেশি লোকজনের অপেক্ষা করার লাইন হলো সীলমোহর লাগানোর লাইন। কেউ কেউ বিশ্বমেলার বিশেষ পাসপোর্ট নেন, কেউ কেউ বিশ্বমেলা উদ্যানের ম্যাপ নেন, আর কেউ কেউ নোটবুক নেন। পর্যটক ওয়াং চিয়া চুনের হাতে দশ বারোটি পাসপোর্ট আছে। তিনি বলেন:
পরিবারে কেউ কেউ এখানে আসতে পারেন নি, তাদের জন্য আমি এত বেশি পাসপোর্ট কিনেছি। বিশেষ করে পরিবারের বয়স্কদের জন্য। তারা আসতে চান কিন্তু আসতে পারবেন না। আজ আমি প্রায় দশটি প্যাভিলিয়নে গিয়ে সীলমোহর লাগিয়ে এনেছি।
বিশ্বমেলা উদ্যানের আরেকটি আকর্ষণীয় বিষয় হলো প্রতিদিন এখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বেশ কিছু হয় কয়েকটি প্যাভিলিয়নের সামনে এবং বেশ কিছু অনুষ্ঠান হয় বিভিন্ন চত্বরে। বিভিন্ন দেশের সংস্কৃতি এখানে মিলেমিশে পরিবেশিত হয়। বিশ্বমেলার ভ্রাম্যমাণ অনুষ্ঠান প্রকল্পের প্রধান লি চি ছাং জানিয়েছেন, বিশ্বমেলার ভ্রাম্যমাণ অনুষ্ঠান প্রতিদিন পাঁচবার পরিবেশিত হয়। এসব অনুষ্ঠান দেখে দর্শকরা বিভিন্ন দেশের ভিন্ন সংস্কৃতি ও রীতিনীতি সম্পর্কে জানতে পারছে। তিনি বলেন:
১১টি ফুল দিয়ে সাজানো গাড়ি পাঁচটি অঞ্চলের ভিন্ন প্রতিপাদ্য প্রকাশ করে। অনুষ্ঠানের বিষয়ও এসব আঞ্চলিক বৈশিষ্ট নিয়ে তৈরি করা হয়েছে। সঙ্গীতের ক্ষেত্রে আন্তর্জাতিক উপাদান ছাড়া আমরা শাংহাইয়ের আঞ্চলিক বৈশিষ্টকেও তুলে ধরেছি। আশা করি ভবিষ্যতেও দর্শকরা এসব অনুষ্ঠান পছন্দের সাথে উপভোগ করবেন। (শুয়েই ফেইফেই)


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |