
১ মে শাংহাই বিশ্বমেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর এখন পর্যন্ত ৪ মাস পার হয়ে গেছে। এ ৪ মাসে দেশ বিদেশের অনেক দর্শককের দৃষ্টি আকর্ষণ করেছে বিশ্বমেলা। ৫.২৮ বর্গকিলোমিটার আয়তনের উদ্যানে আস্তে আস্তে কিছু বিষয় দর্শকদের সবচেয়ে প্রিয় হয়ে উঠেছে।
যদি আপনি জিজ্ঞেস করেন, বিশ্বমেলায় সবচেয়ে জনপ্রিয় বিষয়টি কী? নিশ্চয়ই তা হবে এক শ'রও বেশি প্যাভিলিয়নের মধ্যে সবচেয়ে বেশি পর্যটকদের দর্শন করা কয়েকটি প্যাভিলিয়ন। আর চীন, জাপান, সৌদি আরব, ব্রিটেন ও জার্মানীর প্যাভিলিয়নই পর্যটকদের কাছে সবচেয়ে প্রিয় হয়ে উঠেছে। এসব প্যাভিলিয়নের মধ্যে বেশ কয়েকটি'র অবয়ব অনেক বৈশিষ্টময়, কয়েকটি'র ভেতরে প্রদর্শিত জিনিস পত্র অনেক মজার। তবে এসব জনপ্রিয় প্যাভিলিয়নের মধ্যে সবার কাছে সবচেয়ে আকর্ষণীয় প্যাভিলিয়ন যা সবার হৃদয়ে বিষ্ময় ও ভালোলাগার অনুভূতি সৃষ্টি করেছে তা হলো সৌদি আরবের প্যাভিলিয়ন। এখানে এমন সব জিনিস প্রদর্শিত হচ্ছে যা সত্যিই মেলায় আগত দর্শকদের জাদুর মত টেনে নিয়ে যায়। লোকজন তিন থেকে ৪ ঘন্টা রোদ বৃষ্টিতে ভিজেও অপেক্ষা করে ভেতরে ঢোকার জন্য, তা শুধু প্যাভিলিয়নের ভিতরে ক্ষণিকের বিষ্ময়কর অভিজ্ঞতা উপভোগের জন্য। আমার এ কথা শুনে আপনাদের যারা এ মেলায় আসেন নি তাদের বিশ্বাসই হতে চাইবে না হয়তো । তবে বিশ্বমেলায় এমন ঘটনা প্রতিদিন ঘটছে। চীনের হারবিন শহরের পর্যটক মিস্টার ছুই বলেন:

সৌদি আবর প্যাভিলিয়নে ঢুকেই আমি অবাক হয়েছি। মনে হলো আমি যেন একটি স্বপ্নের দুনিয়ায় প্রবেশ করেছি। এ প্যাভিলিয়ন আপনাকে এমন এক অজানা ও ভালো লাগা স্থানে নিয়ে গেছে যে, আপনার মনে হবে আপনি যেন অন্য কোন মানুষের চেয়ে একদম ভিন্নতর। আপনার মনে হবে বিশ্বমেলায় আপনার পরিদর্শনের অনুভূতি সত্যিই অনেক বৈশিষ্টময় এবং তা যে কোন অনুভূতির সাথে তুলনা করা যায় না। সবাই দেখার সময় আমার কাছে বলছে সত্যি চমত্কার, সত্যিই অনেক সুন্দর।
1 2 3 4