Web bengali.cri.cn   
চীনা ভাষার সৌন্দর্য তুলে ধরছে থাই কনফুসিয়াস ইন্সটিটিউট
  2010-09-02 09:23:43  cri

চীনা ভাষাকে আন্তর্জাতিক ক্ষেত্রে জনপ্রিয় করা সংক্রান্ত চীনের রাষ্ট্রীয় কার্যালয় এ অনুষ্ঠানের জন্য তিনটি গুরুত্বপূর্ণ সাজ-সরঞ্জাম দেয়, যা গোলাপ মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্রছাত্রীর প্রশংসা অর্জন করে।

কম্পিউটারের টাচস্ক্রিনের মাধ্যমে তুলে ধরা চীনের প্রাচীন বিজ্ঞান ও প্রযুক্তি, খাদ্য, সংগীত, কুংফু ও ক্যালিগ্রাফিসহ বিভিন্ন বিষয় অনেক শিক্ষক ও ছাত্রছাত্রীর দৃষ্টি আকর্ষণ করে।

কনফুসিয়াস ইন্সটিটিউটের তৈরি "লিয়াং শান পো ও চু ইং থাই" অর্থাত্ "প্রজাপতির ভালবাসা" শিরোনামে ধ্রুপদি নৃত্য পরিবেশনের সময় তুমুল করতালিতে প্রদর্শনী এলাকা মুখর হয়ে ওঠে। উপস্থাপক থাই ভাষায় এ নৃত্যের প্রেক্ষাপট তুলে ধরেন। এর মধ্য দিয়ে দর্শকরা যে কেবল পরিবেশনার বিষয়টি বুঝতে পারেন তা নয়, তারা চীনা জাতির প্রাচীন লোক কাহিনীও উপলদ্ধি করতে সক্ষম হন। -- ওয়াং হাইমান


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040