|
১১ আগস্ট ছিল থাইল্যান্ডের ব্যাংকক গোলাপ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিবার্ষিক 'আন্তর্জাতিক ভাষা দিবস' উদযাপনী অনুষ্ঠান। এ উপলক্ষে গোলাপ মাধ্যমিক বিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট যথাযথভাবে চীনা ভাষা ও চীনা সংস্কৃতির উন্নয়ন করে ১ হাজারেরও বেশি চীনা বই ও শ্রবণীয়-দশর্ণীয় (অডিও-ভিজুয়াল) মাধ্যম সকল শিক্ষক ও ছাত্রছাত্রীর কাছে তুলে ধরে। এসবের মধ্যে চীনা ভাষার সৌন্দর্যশক্তি প্রতিফলিত হয়।
১৮৮২ সালে গোলাপ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এটি ব্যাংককের 'থাং রেন' সড়কের কাছাকাছি অঞ্চলে অবস্থিত। থাইল্যান্ডের সেরা বালক বিদ্যালয়ের একটি এবং প্রযুক্তিবিদদের জন্মস্থল বলে অভিহিত করা হয় গোলাপ মাধ্যমিক বিদ্যালয়কে। এ বিদ্যালয়ে অধ্যয়নকারী সব ছাত্রই দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আসীন রয়েছেন এবং আটজন থাই প্রধানমন্ত্রী এ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। ২০০৯ সালের মার্চ মাসে এ বিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয়।
গোলাপ মাধ্যমিক বিদ্যালয়ের ৪ হাজারেরও বেশি শিক্ষক ও ছাত্রছাত্রীকে চীনা ভাষার সৌন্দর্য শক্তি দেখানোর জন্য কনফুসিয়াস ইন্সটিটিউট এবার আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে কাগজ কেটে বিভিন্ন শ্লোগান ও বিভিন্ন কল্যাণমুখী বিষয় প্রদর্শন করে। একই সঙ্গে কনফুসিয়াস ইন্সটিটিউট চালু হওয়ার পর অনুষ্ঠিত সব গুরুত্বপূর্ণ কার্যক্রমের বর্ণনা ও চিত্র ধারণকারী প্রধান প্রদশর্নী বোর্ড দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |