Web bengali.cri.cn   
দুনহুয়াংয়ের মোগাও গুহা-সমষ্টি
  2010-09-01 17:18:55  cri

  

চীনের বিশেষজ্ঞদের দীর্ঘকালীন গবেষনায় জানা যায় , দুনহুয়াংয়ের মোগাও গুহা কাটা মোটেই দৈব ব্যাপার নয়। বস্তুত তা চীনের পুর্বপুরুষদের বিজ্ঞতার নিদর্শন ।গোবির মরূদ্যানে গুহা তৈরীর যে স্থান নির্বাচিত হয়েছে তাতে লৌকিক জীবনের স্পর্শ বাঁচিয়ে বৌদ্ধ ধর্মের প্রকৃতির সংগে মিশে যাওযার আদর্শ প্রতিফলিত হয়েছে । যে পাহাড়ের গায়ে মৌচাকের মত সারি সারি গুহা তৈরী হয়েছে তার সামনে একটি ছোটো নদী কলকল করে বয়ে যায় । নদীর পানিসিক্ত পাহাড়ের চারপাশের জমিতে অজস্র সবুজ গাছ জন্মেছে।মরূদ্যানের স্বতন্ত্র সৌন্দর্য বেজায় মনোহর । পাহাড়ের যে গায়ে গুহা কাটা হয়েছে তার উচ্চতা ৪০ মিটারের বেশী নয় । শীতকালে বালি মেশানো বাতাস গুহার পেছনের পশ্চিম দিক থেকে বয়ে আসে এবং পাহাড়ের উপর দিয়ে বয়ে যায় । গুহার ভিতরে প্রবেশের জো নেই । গ্রীষ্মকালে পূবালী বাতাস বইতে শুরু করে ।মোগাও গুহা-সমষ্টির সামনে সানওয়েই পর্বত দাঁড়িয়ে আছে বলে বালিমেশানো বাতাস তার প্রতি হুমকি সৃষ্টি করতে পারে না ।সুতরাং মোগাও গুহা-সমষ্টি শুষ্ক অঞ্চলের একটি সর্বাধিক নিরাপদ স্থানে রয়েছে ।

  

এই কারণেই বিপদসংকুল এক হাজার বছর কেটে গেলেও ১১টি রাজত্বকালে তৈরী ৪৯২টি গুহা ও গুহার ভেতরকার প্রচুর দেয়ালচিত্র ও ভাস্কর্য সুরক্ষিত রয়েছে । এটা সংস্কৃতি ও শিল্পের ক্ষেত্রে উত্তরাধিকার সুত্রে প্রাপ্ত বিশ্বের অত্যন্ত মূল্যবান সম্পদ ।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040