|
দুনহুয়াংয়ের মোগাও গুহা-সমষ্টি পৃথিবীর বৃহততম অবিকল সংরক্ষিত প্রাচীন বৌদ্ধকীর্তি। বিশ্বের দৃষ্টি আকর্ষনকারী এই শিল্পভান্ডার উত্তর পশ্চিম চীনের গোবি মরুভুমির পাহাড়ের গায়ে তৈরী করা হয়েছে কেন ?
কথিত আছে , দুনহুয়াংয়ের মোগাও গুহা তৈরীর জন্য সন্ন্যাসী লে জুনই সেখানে স্থান বেছে নিয়েছিলেন ।৩৬৬ খ্রীষ্টাব্দে সন্ন্যাসী লে জুন যখন দুনহুয়াংয়ের সানওয়ে পাহাড়ের পাদদেশে পৌঁছেন তখন সন্ধ্যা নেমে আসে । কোথায় শুয়ে রাত কাটাবেন তা ভাবতে ভাবতে হঠাত মাথা তুলেই দেখেন , সামনের মিংসা পাহাড় সোনালী আলোয় ঝলমল করছে ।
মনে হয় , হাজার হাজার বুদ্ধ সোনালী আলোয় উদ্ভাসিত । এই অপরুপ দৃশ্যে অভিভূত হয়ে তিনি মনে মনে ভাবলেন ,এটি সত্যিই একটি পবিত্র স্থান ।তারপর তিনি শ্রমজীবী সংগ্রহ করে এখানে গুহা তৈরীর কাজে নিয়োগ করেন ।গুহার সংখ্যা বছরের পর বছর বেড়ে চলল ।থাং রাজত্বকালে হল এক হাজারেরও বেশী গুহা ।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |