|
সংখ্যালঘু জাতির সংস্কৃতি রক্ষার ওপর ইয়ুন নান প্রদেশের স্থানীয় সরকার বেশ গুরুত্ব আরোপ করে। ইয়ুন নান প্রদেশের অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির সদস্য ফান তাও কুই সংখ্যালঘু জাতির সংস্কৃতি সম্পর্কে জানান যে, ইয়ুন নান প্রদেশ সরকার এ সংস্কৃতি রক্ষার কাজকে সর্বাগ্রে রেখেছে এবং বিভিন্ন পর্যায়ের উদ্যোগ নিয়েছে। এ সম্পর্কে তিনি বলেন:
"রক্ষার জন্য মোট তিনটি পর্যায় রয়েছে। প্রথম পর্যায় হচ্ছে প্রাকৃতিক সংস্কৃতি রক্ষা। যথাসাধ্য প্রচেষ্টায় আদিমযুগের ধারণা রক্ষা করতে হবে। দ্বিতীয় পর্যায় হচ্ছে এর ওপর যথাযথভাবে পুনরানয়ন করা। যেমন বেসরকারী সংগীত ও নৃত্য প্রদর্শনী। তৃতীয় পর্যায় হচ্ছে জাতীয় ঐতিহ্যবাহী সংস্কৃতিকে গ্রহণের মাধ্যমে সৃজনশীলতা সৃস্টি করা।"
সাম্প্রতিক বছরগুলোতে ইয়ুন নান প্রদেশের স্থানীয় সরকার "ইয়ুন নান প্রদেশের জাতীয় লোক ঐতিহ্যবাহী সংস্কৃতি রক্ষার বিবিধ নিয়ম" প্রবর্তন করেছে এবং এক শ'রও বেশি জাতীয় প্রাকৃতিক সংরক্ষণ গ্রাম ও কমিউনিটি স্থাপন করেছে।
জাতীয় সংস্কৃতি রক্ষার সঙ্গে সঙ্গে ইয়ুন নান প্রদেশ জাতীয় সাংস্কৃতিক শিল্পেরও উন্নয়ন করছে। জাতীয় সংস্কৃতি রক্ষা স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |