|
বন্ধুরা, শাং হাই বিশ্বমেলায় চীন ভবনে অনুষ্ঠিত "চি হুই ছাং হে" নামক চীনা পুরাকীর্তি প্রদর্শনীতে রয়েছে সিন চিয়াংয়ের দু'টি রাষ্ট্র পর্যায়ের প্রথম শ্রেণীর পুরাকীর্তি। যা হচ্ছে "মু থিং মো সিং" ও "তা মা ছিউ ইয়ুং"। এ দু'টি পুরাকীর্তি ১ হাজারেরও বেশি বছর আগের চীনের থাং রাজবংশ থেকে সংগৃহীত। বন্ধুরা আজকের "সাংস্কৃতিক ঘটনা" অনুষ্ঠানে আমরা এ বিষয়টি নিয়েই আলোচনা করবো।
"মু থিং মো সিং" বিশ্বমেলায় চীন ভবনের বাইরের আকারের মত প্রায় একই । যা চীনের প্রাচীন স্থাপত্য সভ্যতার একটি গুরুত্বপূর্ণ পুরাকীর্তির প্রতিনিধিত্ব করে। "তা মা ছিউ ইয়ুং"-এর মধ্য দিয়ে চলতি বছর শাংহাই বিশ্বমেলার প্রধান প্রতিপাদ্য "শহর জীবনকে বেশি সুন্দর করে তোলে" এ বিষয়টি প্রতিফলিত হয়েছে এবং চীনের থাং রাজবংশের শহরে জীবন-যাপনের রীতি-নীতি প্রদর্শিত হয়েছে।
হয়তো অনেকেই জিজ্ঞেস করবেন " কেন 'মু থিং মো সিং' বিশ্বমেলার পুরাকীর্তি প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয়েছে?" এ সম্পর্কে চীনের সিন চিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের যাদুঘরের গবেষক ওয়াং বো জানিয়েছেন, কাঠ দিয়ে তৈরী এ "মু থিং মো সিং" দেখতে হয়তো সাধারণ মনে হতে পারে। তবে এর ভেতরে আসলে চীনের প্রাচীন স্থাপত্যের উত্কৃষ্ট বিষয় --'তৌ কুং' রয়েছে ।
'তৌ কুং'কে চীনের স্থাপত্যের ভাষা বলে অভিহিত করা হয়। 'তৌ কুং' হচ্ছে চীনের প্রাচীন স্থাপত্যগুলোর মধ্যে সবচেয়ে উত্কৃষ্ট এবং চমত্কার অংশ। যা চীনের ক্লাসিক্যাল স্থাপত্যের শৈলী ও মর্মের প্রতিনিধিত্ব করে পু। এ সম্পর্কে ওয়াং বো বলেন:
" 'মু থিং মো সিং' বিশেষভাবে অন্ত্যোষ্টিয়ার জন্য। উপরে কিছুই নেই, চার দিকে শুধু চারটি থাম রয়েছে।"
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |