Web bengali.cri.cn   
বিশ্বমেলায় চীনা পুরাকীর্তি প্রদর্শনীতে থাং রাজবংশের সিন চিয়াং রীতি-নীতি
  2010-08-25 20:46:05  cri

বন্ধুরা, শাং হাই বিশ্বমেলায় চীন ভবনে অনুষ্ঠিত "চি হুই ছাং হে" নামক চীনা পুরাকীর্তি প্রদর্শনীতে রয়েছে সিন চিয়াংয়ের দু'টি রাষ্ট্র পর্যায়ের প্রথম শ্রেণীর পুরাকীর্তি। যা হচ্ছে "মু থিং মো সিং" ও "তা মা ছিউ ইয়ুং"। এ দু'টি পুরাকীর্তি ১ হাজারেরও বেশি বছর আগের চীনের থাং রাজবংশ থেকে সংগৃহীত। বন্ধুরা আজকের "সাংস্কৃতিক ঘটনা" অনুষ্ঠানে আমরা এ বিষয়টি নিয়েই আলোচনা করবো।

"মু থিং মো সিং" বিশ্বমেলায় চীন ভবনের বাইরের আকারের মত প্রায় একই । যা চীনের প্রাচীন স্থাপত্য সভ্যতার একটি গুরুত্বপূর্ণ পুরাকীর্তির প্রতিনিধিত্ব করে। "তা মা ছিউ ইয়ুং"-এর মধ্য দিয়ে চলতি বছর শাংহাই বিশ্বমেলার প্রধান প্রতিপাদ্য "শহর জীবনকে বেশি সুন্দর করে তোলে" এ বিষয়টি প্রতিফলিত হয়েছে এবং চীনের থাং রাজবংশের শহরে জীবন-যাপনের রীতি-নীতি প্রদর্শিত হয়েছে।

হয়তো অনেকেই জিজ্ঞেস করবেন " কেন 'মু থিং মো সিং' বিশ্বমেলার পুরাকীর্তি প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয়েছে?" এ সম্পর্কে চীনের সিন চিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের যাদুঘরের গবেষক ওয়াং বো জানিয়েছেন, কাঠ দিয়ে তৈরী এ "মু থিং মো সিং" দেখতে হয়তো সাধারণ মনে হতে পারে। তবে এর ভেতরে আসলে চীনের প্রাচীন স্থাপত্যের উত্কৃষ্ট বিষয় --'তৌ কুং' রয়েছে ।

'তৌ কুং'কে চীনের স্থাপত্যের ভাষা বলে অভিহিত করা হয়। 'তৌ কুং' হচ্ছে চীনের প্রাচীন স্থাপত্যগুলোর মধ্যে সবচেয়ে উত্কৃষ্ট এবং চমত্কার অংশ। যা চীনের ক্লাসিক্যাল স্থাপত্যের শৈলী ও মর্মের প্রতিনিধিত্ব করে পু। এ সম্পর্কে ওয়াং বো বলেন:

" 'মু থিং মো সিং' বিশেষভাবে অন্ত্যোষ্টিয়ার জন্য। উপরে কিছুই নেই, চার দিকে শুধু চারটি থাম রয়েছে।"

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040