Web bengali.cri.cn   
ঘানায় চীনের সাবেক কাউন্সিলার তাই ইয়ান-এর বিশেষ সাক্ষাত্কার
  2010-08-11 20:44:14  cri

তাই ইয়ান আরো বলেন, কেবল যে চীন আফ্রিকাকে সহায়তা দিয়েছে তা নয়, অন্যান্য দেশ বিশেষ করে উন্নত দেশগুলোও আফ্রিকাকে সহায়তা দিয়েছে। তবে আফ্রিকার জনগণ চীনের সহায়তাকে বেশি গ্রহণ করতে আগ্রহী। এ সম্পর্কে তিনি বলেন:

" আফ্রিকার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে সহায়তা ছাড়াও আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যসহ পুঁজি বিনিয়োগও করা হয়েছে। আমাদের অর্থনৈতিক সহযোগিতা হচ্ছে পারস্পরিক কল্যাণকর এবং সমতা ভিত্তিক সহযোগিতা"।

তাই ইয়ান বলেন, অতীতকালে চীন ও আফ্রিকার উভয় কঠিন অবস্থা সম্মুখীন ছিল। বর্তমানে দু'পক্ষ আরও অভিন্ন দায়িত্বের সম্মুখীন হচ্ছে। আগে চীন ও আফ্রিকা উভয় পশ্চিমা ঔপনিবেশিক শাসনের শিকার ছিল। বর্তমানে দু'পক্ষের অভিন্ন কর্তব্য হচ্ছে উন্নয়ন করা। সুতরাং, চীন ও আফ্রিকার মধ্যেকার একই ধরণের মনোভাব পশ্চিমা দেশগুলোর নেই। তাছাড়া, আফ্রিকাকে সহায়তা প্রদানকালে চীনারা আফ্রিকার জনগণকে খুবই সম্মান করেন। সে জন্য , চীনাদের সাথে খুব কাছাকাছি থেকে মিলে মিশে থাকতে পারবেন বলে আফ্রিকার জনগণ মনে করেন। ভবিষ্যতে আফ্রিকার প্রতি চীনের সহায়তার কাজের প্রস্তাব দেয়া সম্পর্কিত আলোচনায় তাই ইয়ান বলেন:

" আমাদের দেশের নীতি খুব স্পষ্ট আমি। আশা করি, ইউনিট, সহায়তা গ্রুপ এবং আফ্রিকায় যাওয়া প্রবাসী চীনা ও চীনা বংশোদ্ভূতসহ প্রত্যেকের নিজেকে কঠোর ব্যবস্থার ভেতর রেখে কাজ করবেন। কোন সমস্যা হলে আফ্রিকার জনগণের সাথে বন্ধুত্বপূর্ণভাবে নির্দিষ্ট সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।

ভবিষ্যতে চীন ও আফ্রিকার মধ্যে আরো বেশি সহযোগিতার প্রতিক্ষায় আছেন তাই ইয়ান। তিনি মনে করেন, আর্থ-বাণিজ্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে দু'পক্ষের সহযোগিতার ভবিষ্যত সম্ভাবনা বিস্তীর্ণ হবে।---ওয়াং হাইমান


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040