Web bengali.cri.cn   
ঘানায় চীনের সাবেক কাউন্সিলার তাই ইয়ান-এর বিশেষ সাক্ষাত্কার
  2010-08-11 20:44:14  cri

 

বন্ধুরা, গত শতাব্দীর ৫০'র দশক থেকে এ পর্যন্ত চীনের বৈদেশিক সহায়তার কাজ ইতোমধ্যেই ৬০ বছর সময় অতিক্রম করেছে। এ প্রক্রিয়ায় চীন আন্তরিকভাবে সংকটে পড়া সেই সব দেশসমুহের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে এবং এর সাথে সাথে তাদের সংগে মৈত্রীর সম্পর্কও গঠন করেছে। চীনের সহায়তা দেয়ার ইতিহাসে আফ্রিকার প্রতি সহায়তা দেয়ার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার বলে মনে করা হয়। ঘানায় চীনের সাবেক কাউন্সিলার তাই ইয়ান হচ্ছেন একজন প্রবীণ কূটনীতিক। আফ্রিকায় তিনি ১০ বছরেরও বেশি সময় অতিবাহিত করেছেন বলে আফ্রিকার প্রতি তাঁর একটি বিশেষ ভাবানুভুতি রয়েছে। আচ্ছা বন্ধুরা, আজকের সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুষ্ঠানে আমরা কূটনীতিক তাই ইয়ানের কথা আপনাদেরকে শোনাবো।

আফ্রিকায় থাকার ১০ বছরেরও বেশি সময় তাই ইয়ান যথাক্রমে জিম্বাবুয়ে, জাম্বিয়া এবং ঘানাসহ তিনটি দূতাবাসে কাজ করেছেন। সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে তাই ইয়ান বলেন " আফ্রিকা হচ্ছে আমার দ্বিতীয় জন্মস্থান"। আফ্রিকায় সহায়তার কাজের কথা স্মরণ করে তিনি বলেন, তিনি ১৯৮৩ সালে জিম্বাবুয়ে-এ কাজ করছিলেন। সেসময় জিম্বাবুয়ে-এ চীনের সহায়তা দেয়া সর্বোচ্চ প্রকল্প ছিল জিম্বাবুয়ের জাতীয় স্টেডিয়াম নির্মাণ করা। স্টেডিয়াম নির্মাণে ৪ বছর সময় লেগেছে। এ সম্পর্কে তাই ইয়ান বলেন:

" ব্যাপকতার দিক থেকে জিম্বাবুয়ের স্টেডিয়াম আমাদের দেশের যে কোন একটি স্টেডিয়ামের চেয়েও বড়। জিম্বাবুয়ের জাতীয় স্টেডিয়ামে টেলিভিশন ভিডিও স্থাপন করা হয়েছে। তবে সে সময় আমাদের দেশে এতো আধুনিক সাজ-সরঞ্জাম যুক্ত স্টেডিয়াম ছিল না। সুতরাং, আফ্রিকাকে দেয়া আমাদের সহায়তা খুবই নিঃস্বার্থ বলে মনে করা হয়। এখন এ স্টেডিয়াম জিম্বাবুয়ে-এ গুরুত্বপূর্ণ তত্পরতা আয়োজনের একটি গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে। এমন কি, জাতীয় দিবস উদযাপনী অনুষ্ঠানও সেখানেই আয়োজিত হয়"।

গত শতাব্দীর ৫০'র দশক থেকে আফ্রিকার প্রতি চীনের সহায়তা কাজ শুরু হয়। এর মধ্যে অন্তর্ভূক্ত রয়েছে অর্থনীতি, অবকাঠামো ব্যবস্থা এবং চিকিত্সাসহ জীবিকার বিভিন্ন ক্ষেত্র । আফ্রিকার জনগণের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য আমরা অনেক কাজই করেছি। তাই ইয়ান স্মরণ করে বলেন, চীনের এসব সহায়তার প্রকল্প স্থানীয় অধিবাসীদের প্রশংসা পেয়েছে। এ সম্পর্কে তিনি বলেন:

" সে বছর আমি কয়েকটি প্রকল্পের সহায়তার কাজে অংশগ্রহণ করেছি। যেমন জাম্বিয়ায় একটি বস্ত্র কারখানা ছিল। এ কারখানাকে সে সময় জাম্বিয়ায় একটি সর্বোচ্চ বস্ত্র কারখানা বলে অভিহিত করা হতো। পাশাপাশি রেলপথ স্থাপনে সহায়তা দেয়া ছাড়াও আমরা সড়ক স্থাপনেও সহায়তা দিয়েছি। সুতরং, আফ্রিকার দেশগুলোর জনসাধারণ চীনাদের অনেক প্রশংসা করেন"।

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040