Web bengali.cri.cn   
"সিন চিয়াংকে জানুন" জ্ঞান যাচাই প্রতিযোগিতার বিশেষ পুরস্কার প্রাপ্ত শ্রোতাদের সিন চিয়াং সফর
  2010-08-04 17:06:14  cri

তুরস্কের শ্রোতাবন্ধু সালেহ সিনান ওনাস হচ্ছেন একটি প্রকাশনালয়ের প্রধান সম্পাদক। সিন চিয়াংয়ের ইসলাম ধর্মীয় মহাবিদ্যালয় পরিদর্শনের পর সি আর আই'র একজন সংবাদদাতাকে তিনি বলেন:

" এবারের পরিদর্শনের মাধ্যমে আমি বুঝতে পেরেছি যে, সিনচিয়াংয়ে ধর্মীয় শিক্ষার বিষয়টি ১৮ বছর বয়স থেকে শুর হয়। ১৮ বয়স্ক বছর আগে অন্যান্য শিক্ষা গ্রহণ করা সবার জন্য বাধ্যতামূলক । এটি তুরস্ক থেকে ভিন্নতর। ছোটবেলা থেকেই আমরা ধর্মীয় শিক্ষায় যোগ দেই। এবারের সফরের মধ্য দিয়ে মুসলমানদের ভ্রাতৃ প্রতীম মৈত্রী উপলদ্ধি করেছি। এতে আমি অনেক মুগ্ধ। এখানে তারা অবাধভাবে স্বাভাবিক ধর্মীয় তত্পরতায় অংশগ্রহণ করতে পারেন। এটি খুবই চমত্কার!"

জানা গেছে, ১৯৮৭ সালে সিন চিয়াংয়ের ইসলাম ধর্মীয় মহাবিদ্যালয় প্রতিষ্ঠার পর এ কলেজে অনেক ইসলাম ধর্মের গুণি ব্যক্তিকে প্রশিক্ষিত করে তোলা হয়েছে। এর মধ্য দিয়েই সুষ্ঠুভাবে প্রতিফলিত হয়েছে চীনের অবাধ ধর্মীয় স্বাধীনতার বিষয় ।---ওয়াং হাইমান


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040