Web bengali.cri.cn   
"সিন চিয়াংকে জানুন" জ্ঞান যাচাই প্রতিযোগিতার বিশেষ পুরস্কার প্রাপ্ত শ্রোতাদের সিন চিয়াং সফর
  2010-08-04 17:06:14  cri

 

সি আর আই'র "সিন চিয়াংকে জানুন" জ্ঞান যাচাই প্রতিযোগিতার বিশেষ পুরস্কার প্রাপ্ত শ্রোতা বন্ধুরা ১ আগস্ট বিকেলে সিন চিয়াংয়ের উরুমচির সিন চিয়াংয়ে ইসলাম ধর্মীয় মহাবিদ্যালয় পরিদর্শন করেছেন।

ইসলাম ধর্মীয় মহাবিদ্যালয় হচ্ছে সিন চিয়াংয়ে উচ্চ পর্যয়ে একটি মাত্র ধর্মীয় শিক্ষার মহাবিদ্যালয়। চীনে এটি শুধু উইগুর ভাষায় ক্লাসে পাঠক্রমের একটি ইসলাম ধর্মীয় বিদ্যালয়। সিন চিয়াং-এর ইসলাম ধর্ম সমিতির উপ-মহাসচিব এবং সিন চিয়াংয়ে ইসলাম ধর্মীয় মহাবিদ্যালয়ের উপ-মহাসচব সফরকারী দলকে সম্বর্ধনা জানান এবং সিন চিয়াং ইসলাম ধর্মীয় মহাবিদ্যালয়ের বর্তমান অবস্থা অবহিত করেন। এ সম্পর্কে তিনি বলেন:

"সিন চিয়াংয়ের ইসলাম ধর্মীয় মহাবিদ্যালয়কে কাজে লাগানোর নীতি হচ্ছে দেশকে ও ধর্মকে ভালোবাসা এবং সমাজতান্ত্রিক দিক ও ধর্মের অবাধ স্বাধীনতার নীতিতে অবিচল রাখতে শেখানো। আমাদের কলেজে ধর্মীয় ক্লাসের সংখ্যা ৭০ শতাংশ। বহুবছর ধরে আমাদের কলেজে শিক্ষা ও শিক্ষাদানের কাজ চালানোর পাশাপাশি আনুষংগিক প্রশাসনিক ব্যবস্থাও গড়ে তোলা হয়েছে। বর্তমানে এ কলেজের শিক্ষা ও শিক্ষাদানের পাশাপাশি প্রশাসনিক কাজ উভয়ই সুশৃঙ্খলভাবে চলছে। কলেজে লেখাপড়া শেষে ছাত্রছাত্রীরা কর্মসংস্থানের সুযোগ পাওযার পর, তারা আইন অনুসারে স্বাভাবিক ধর্মীয় তত্পরতায় যোগ দেন বলে স্থানীয় সরকার ও ব্যাপক অনুসারীদেরর প্রশংসা পাচ্ছে।

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040