|
তার সংগীতকর্মের স্বকীয়তা সম্পর্কে সান্তাওলাল্লার ধারণা রয়েছে। তিনি মনে করেন, নিজের শিল্পকর্ম হচ্ছে শহুর জীবনকে উপলদ্ধি ও পর্যবেক্ষণের সঙ্গে সম্পর্কিত। এর মধ্যদিয়ে বর্তমানে শহরের জীবন যাপনের অবস্থা প্রতিফলিত হয়। এ সম্পর্কে তিনি আরো বলেন:
"আমি মনে করি, আমাদের সংগীত দল পরিবেশিত অনুষ্ঠানের মধ্যে পুরনো টাঙ্গো ছাড়াও রয়েছে নতুন টাঙ্গো। সংগীতের মধ্য দিয়ে আধুনিক শহরের ব্যাপারে নিজের ভাব ব্যক্ত করতে পারি।"
বিশ্বায়নের প্রেক্ষাপটে অনেক দেশের সংস্কৃতি গুরুতর হুমকির মধ্য পড়েছে। বিশ্বায়ন এক দিকে যেমন সহায়ক অন্যদিকে তেমনি নেতিবাচক - এ সমস্যা সম্পর্কিত আলোচনায় সান্তাওলাল্লা বলেন, এ ব্যাপারে সবার উচিত নিজস্ব দৃষ্টিকোন থেকে বিষয়টিকে দেখা। প্রথমত, বিশ্বায়ন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে নিজস্ব সংস্কৃতির উন্নয়ন করা এবং দ্বিতীয়ত, নিজস্ব জাতির সাংস্কৃতিক উত্স্যকে মনে রাখা।
২০১০ সালের জুন ও আগস্ট মাসে সান্তাওলাল্লার দু'বার শাংহাই বিশ্বমেলা পার্কে আসার কথা। তাঁর উজ্জীবনী ও আধুনিক সংগীত প্রত্যেক সংগীত অনুরাগীকে মুগ্ধ করবে বলে ধারণা করা হচ্ছে।–ওয়াং হাইমান
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |