Web bengali.cri.cn   
'সংগীত শহরকে সুন্দর করে'-- আর্জেটিনার সংগীতজ্ঞ গুস্তাভো সান্তাওলাল্লার বিশেষ সাক্ষাত্কার অনুষ্ঠিত
  2010-07-28 20:35:53  cri

 

বন্ধুরা, ২০১০ সালের শাংহাই বিশ্বমেলাকে সারা বিশ্বের বিভিন্ন জাতির চমত্কার সাংস্কৃতিক ভাবমুর্তি তুলে ধরার একটি মঞ্চ বলে মনে করা হয়। বিশ্বমেলার পার্কে প্রতিদিন মনোজ্ঞ অনুষ্ঠান পরিবেশিত হয়। বিশ্বের অনেক বিখ্যাত শিল্পী বিশ্বমেলা পার্কে পরিবেশনায় অংশ নেন। তাদের শিল্পকর্মে এবারের বিশ্বমেলার "শহর, জীবনকে আরো সুন্দর করে" এ প্রতিপাদ্যই প্রতিফলিত হয়।

আর্জেটিনার সংগীতজ্ঞ গুস্তাভো সান্তাওলাল্লা হচ্ছেন তাদের মধ্যে অন্যতম একজন শিল্পী। বন্ধুরা, আজকের "সাংস্কৃতিক ব্যক্তিত্ব" অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।

সান্তাওলাল্লার সঙ্গে অনেকই হয়তো পরিচিত নন। তবে তাঁর সংগীত বিশেষ করে সিনেমা সংগীতের কথা বললে তাকে সবাই চিনবেন। আপনারা এই মাত্র শুনলেন অস্কার বিজয়ী বিখ্যাত চলচ্চিত্র 'ব্রোকব্যাক মাউনটেইন'-এ সান্তাওলাল্লার সংগীতের সুর।

এবারের শাংহাই বিশ্বমেলা সফর হচ্ছে সান্তাওলাল্লার প্রথমবারের মত তাঁর সংগীত নিয়ে চীনে আসা। পরিবেশনার শুরুর দিকে তিনি নিজের সংগীত দলকে পরিচয় করে দেন। এ সম্পর্কে তিনি বলেন:

"আমাদের সংগীত দলের নাম হচ্ছে 'বাজোফোন্দো'। আর্জেটিনা ও উরুগুয়ের সংগীতজ্ঞদেরকে নিয়ে এ দলটি গড়ে তোলা হয়েছে। এবার আমরা আর্জেটিনার পক্ষ থেকে শাংহাই বিশ্বমেলায় এসেছি। আগস্ট মাসে আমরা উরুগুয়ের পক্ষ থেকে আবার বিশ্বমেলায় আসবো। আমাদের সংগীতের স্টাইল খুবই বৈচিত্রময়। আমাদের সংগীতের মধ্যে রয়েছে টাঙ্গো, মিলোঙ্গা, রক, হিপহপ ও ইলেকট্রোনিক সংগীত। এবারই প্রথম চীনে আমরা নিজেদের সংগীত পরিবেশন করছি।"

এবারের বিশ্বমেলার প্রতিপাদ্য হচ্ছে "শহর, জীবনকে আরো সুন্দর করে"। এ সম্পর্কে সান্তাওলাল্লার নিজের একটা ধারণা রয়েছে। তিনি মনে করেন, সংগীত হচ্ছে মানবজাতির উন্নয়নের একটি চালিকা শক্তি । সংগীত মানবজাতির শহরকে আরও বেশি সুন্দর করে তোলে। এ সম্পর্কে সান্তাওলাল্লা আরো বলেন:

"মানবজাতির সভ্যতার শুরু থেকে সংগীত সবসময় আমাদের সাথে মিলে মিশে থাকে। সংগীতকে অত্যন্ত আনন্দদায়ী ও নির্মল শিল্প বলে মনে করা হয়।"

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040