|
সাং রাজবংশ আনুমানিক খ্রীষ্টপুর্ব ষোড়শ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয় এবং খ্রীষ্টপুর্ব একাদশ শতাব্দীতে বিলুপ্ত হয় ।সাং রাজবংশের শাসন প্রায় ছয় শো বছর স্থায়ী ছিল । সাং রাজত্বকালের প্রথম যুগে রাজধানী একাধিকবার স্থানান্তরিত হয় । অবশেষে রাজধানী ইনশু(বর্তমান হোনান প্রদেশের আনইয়াং শহরের কাছে ) স্থানান্তরিত হয় । প্রত্নতত্ত্ববিদদের খননকাজে প্রাপ্ত পুরাকীর্তি থেকে প্রমান পাওয়া গেছে যে , সাং রাজত্বকালের প্রথম যুগে চীনের সভ্যতা বেশ উন্নত ছিল । কচ্ছপের খোলের উপরে খোদিত চীনা শব্দ এবং তামার পাত্রের উপরে খোদিত চীনা শব্দ তদানীন্দন চীনা সভ্যতার প্রধান নিদর্শন ।
চীনা শব্দ সম্বলিত কচ্ছপের খোলের আবিস্কার একটি দৈব ব্যাপার । বিংশ শতাব্দীর প্রথম দিকে হোনান প্রদেশের আনইয়াং শহরের উত্তর পশ্চিম দিকে সিয়া তুন গ্রামের কৃষকরা কুড়িয়ে আনা কচ্ছপের খোল ও বন্যপশুর হাড় চীনা ভেষজ ওষুধ হিসেবে হাট-বাজারে বিক্রি করেন ।একজন পন্ডিত টের পান , কচ্ছপের খোল ও বন্যপশুর হাড়ের উপরে প্রাচীনকালের শব্দ খোদিত আছে । এর পর বিস্তীর্ন অঞ্চলে খননকাজ শুরু হয় । অনতিকাল পর চীনের প্রাচীনকালের ভাষা বিষযক বিশেষজ্ঞরা এই ব্যাপারে নিশ্চিত যে , কচ্ছপের খোল ও বন্যপশুর হাড়ের উপরে খোদিত শব্দগুলো সাং রাজত্বকালের ব্যবহৃত শব্দ । এরপর তাঁরা এই সিদ্ধান্তে উপনীত হন যে ,সিয়া তুন গ্রামই প্রাচীন গ্রন্থে উল্লেখিত সাং রাজবংশের রাজধানী--ইনশু ।
ইনশুর আবিস্কার ও সেখানকার খননকাজ বিংশ শতাব্দীতে চীনের প্রত্নতাত্ত্বিক গবেষনা ক্ষেত্রের সর্বাপেক্ষা গুরুত্বপুর্ণ ঘটনা । ১৯২৮ সালে খননকাজ শুরু হওয়ার পর সেখানে চীনা শব্দ সম্বলিত কচ্ছপের খোল ও তামার জিনিষপত্র সহ প্রচুর মুল্যবান পুরাকীর্তি আবিস্কৃত হয়েছে ।সাং রাজত্বকালে রাজা কোনো কাজ করার আগে ভাগ্যপরীক্ষা করতেন , কচ্ছপের খোল ছিল ভাগ্যপরীক্ষার হাতিয়ার । কচ্ছপের খোল ব্যবহারের আগে খোলে লেগে থাকা কচ্ছপের রক্তমাংস সাফ করতে হবে এবং ঘষে মসৃন করতে হবে । অত:পর ছুরি দিয়ে কচ্ছপের খোল বা বন্যপশুর হাড়ে মিয়মমাফিক অবতল কাটতে হবে । জ্যোতিষী বা ইন্দ্রজালিক নিজের নাম ,গননার তারিখ ও প্রশ্ন কচ্ছপের খোলে খোদাই করার পর আগুন দিয়ে কচ্ছপের খোলের অবতল সেঁকে দিতেন।তপ্ত অবতল ফেটে যে ফাটল দেখা দেয় তাকে লক্ষণ বলা হত ।ইন্দ্রজালিক ফাটলের আকৃতি বিচার বিশ্লেষণ করে ভবিষ্যতবাণী করেন ।ভবিষ্যতবাণী সফল হয় কিনা তাও কচ্ছপের খোলে খোদাই করা হয় । ভবিষ্যতবাণী সফল হলে কচ্ছপের খোল সরকারী দলিল হিসেবে সংরক্ষিত হয় ।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |