|
১৯৯৮ সালে 'মেমোরিয়াল দ্য কনভেন্টো'র জন্য সারামাগো সাহিত্যে নোবেল পান। সারামোগো সম্পর্কে পেইচিং বিশ্ববিদ্যালয়ের বিদেশী ভাষা কলেজের বিশ্বসাহিত্য গবেষণাগারের উপ-অধ্যাপক হু সু তুং বলেন:
"উপন্যাস দিক থেকে বললে, লেখক সারামাগো খুব মনোযোগ দিয়ে কাজ করা একজন লেখক। গত অর্ধ শতক তাঁর মতো লেখক খুব কম দেখা যায়। আমি একটি কথা বলতে চাই যে, সারামাগো যেন একজন যাদুকরের মতো ঐতিহাসিক তথ্যগুলোকে কাল্পনিক জিনিসের সাথে মিলিয়ে-মিশিয়ে সাহিত্যকর্ম সৃষ্টি করতে সক্ষম ছিলেন।"
পর্তুগালের সংবাদ সংস্থার পেইচিং শাখার মহাপরিচালক অ্যান্তোনিও ক্যাইরো বলেন :
"সারামাগো হচ্ছেন পর্তুগালের সবচেয়ে মহান ও বিখ্যাত একজন লেখক। আমি খুবই ভাগ্যবান যে ১৯৯৭ সালে তাঁর সাথে আমার পরিচিত হয়। সবাই তাঁকে খুবই পছন্দ করেন।"
সারামাগো আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছেন। কিন্তু তাঁর সাহিত্যকর্ম সবসময় আমাদের মধ্যে বেঁচে থাকবে।---ওয়াং হাইমান
আচ্ছা বন্ধুরা, সাংস্কৃতিক ঘটনা এ পর্যন্তই। এখন শুনুন সংস্কৃতির বাজার অনুষ্ঠানটি।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |