Web bengali.cri.cn   
কলম্বোয় সি আর আই'র এফ এম সম্প্রচার উদ্বোধনী অনুষ্ঠান সাফল্যের সঙ্গে আয়োজিত
  2010-07-08 15:28:59  cri

" কলম্বোয় এফ এম চালু হচ্ছে চীন ও শ্রীলংকার বেতার টেলিভিশন সংস্থা বন্ধুত্বপূর্ণ সহযোগিতার নতুন ফল। এটিও শ্রোতাবন্ধুরা স্পষ্টভাবে সি আর আই'র অনুষ্ঠান শোনার জন্য একটি নতুন চ্যানেল সৃষ্টি করে। আমি বিশ্বাস করি, চীন ও শ্রীলংকার বিভিন্ন মহলের যৌথ সহায়তায় কলম্বোয় এফ এম চ্যানেলের মাধ্যমে শ্রীলংকা বিভাগের অনুষ্ঠান সম্প্রচার নিশ্চয় আরো সমৃদ্ধ করবে। যা দু'দেশের সম্পর্কের উন্নয়ন এবং বেতার ও টেলিভিশন ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতা ত্বরান্বিত করায় আরও অবদান রাখবে বলে ধারণা করা হচ্ছে"।

শ্রীলংকার প্রধানমন্ত্রী দেশানায়েকে মুদিয়ানসেলাজ জায়ারাত্নে বলেন, চীন ও শ্রীলংকার মৈত্রী সুদীর্ঘ। কলম্বোয় এফ এম চালু দু'দেশের জনগণের মৈত্রীকে এগিয়ে নেয়া এবং দু'দেশের জনগণের পারস্পরিক সমঝোতা ত্বরান্বিত করায় নতুন অবদান রাখবে। এ সম্পর্কে তিনি বলেন:

" গত ৫০ বছরে অর্থনৈতিক , প্রযুক্তি এবং সামাজিক সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে শ্রীলংকাকে সহায়তা দেয়ার জন্য চীনকে অসংখ্য ধন্যবাদ জানাই"।---ওয়াং হাইমান


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040