Web bengali.cri.cn   
কলম্বোয় সি আর আই'র এফ এম সম্প্রচার উদ্বোধনী অনুষ্ঠান সাফল্যের সঙ্গে আয়োজিত
  2010-07-08 15:28:59  cri

২ জুলাই শ্রীলংকার রাজধানি কলম্বোয় চীন আন্তর্জাতিক বেতার সি আর আই'র এফ এম সম্প্রচার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সি আর আই'র প্রচার-চলচ্চিত্র প্রদর্শিত হওয়ার সঙ্গে সঙ্গে চীন আন্তর্জাতিক বেতারের মহাপরিচালক ওয়াং কেং নিয়ান, শ্রীলংকার প্রধানমন্ত্রী দেশানায়েকে মুদিয়ানসেলাজ জায়ারাত্নে , শ্রীলংকায় চীনের অস্থায়ী চার্জ দি অ্যাফেয়ার্স হান থাও এবং শ্রীলংকার পশ্চিম প্রদেশের গভর্নর আলায়েই মাউলানা সম্মিলিতভাবে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অস্থায়ী চার্জ দি অ্যাফেয়ার্স হান থাও এবারের উদ্বোধনী অনুষ্ঠানের অভিনন্দন জানান এবং এর ভূয়সী প্রশংসা করেন। এ সম্পর্কে তিনি বলেন:

" কলম্বোয় সি আর আই'র এফ এম চালু হচ্ছে চীন ও শ্রীলংকা দু'দেশের জনগণের মৈত্রী বিনিময়ের আরেকটি প্ল্যাটফর্ম। আমি বিশ্বাস করি, এফ এম চালু কেবল যে চীনকে জানতে চান সব শ্রীলংকা বন্ধুরা সুষ্ঠুভাবে চীনকে জানতে সক্ষম তা নয়, তা দু'দেশের জনগণের মৈত্রী ও বিনিময় ত্বরান্বিত করার জন্য একটি সেতু স্থাপন করেছে"।

গত শতাব্দীর ৫০ দশকে শ্রীলংকার প্রচার মহলের সঙ্গে সি আর আই'র ফলপ্রসূ বিনিময় ও সহযোগিতা চালিয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে শ্রীলংকা ইতোমধ্যেই শ্রীলংকা শ্রোতাদের সংখ্যা ও সিআরআই'তে চিঠি পাঠানোর দিক থেকে শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম একটিতে পরিণত হয়। চীন আন্তর্জাতিক বেতারের মহাপরিচালক ওয়াং কেং নিয়ান বলেন,

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040