Web bengali.cri.cn   
চলচ্চিত্রকার চাং সিয়েন লিয়াংয়ের জীবন ও তার গড়া শুটিং স্পট
  2010-06-23 11:17:30  cri

চাং সিয়েন লিয়াংয়ের অনেক সাহিত্যকর্মই দেশের নানা ধরণের পুরস্কার পেয়েছে। আগের কষ্টকর দিনগুলো অভিজ্ঞতাই তাঁর সাহিত্যকর্ম সৃষ্টি করার সম্পদ ও প্রেরণা। সেই সময় চাং সিয়েন লিয়াং তার দুর্ভাগ্যকে নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করেন। তিনি বলেন,

উপন্যাস লেখার সময় যদি আমি আমার নিজের ভাগ্যের কথা লিখি তাহলে তখন তার তাত্পর্য খুব কম থাকবে। উপন্যাসে আমি আমাদের জাতির বিশ বছরেরও বেশি সময়ের কষ্টকর সময়ের কঠিন অবস্হার কথা লিখেছি ।

চাং সিয়েন লিয়াং বলেন, সেই বিশেষ সময়কালটাই উল্টে তার চিন্তা-ভাবনার বিষয়টিকে সম্ভবতঃ তাঁর লেখাকে অমর করেছে। কারণ, এটা তাঁর ভাগ্য। বড় হওয়ার পরিবেশ, ইতিহাস ও সাংস্কৃতিক কারণগুলো তাঁকে প্রভাবিত করেছে এবং তাঁর জীবনের একটি অংশে পরিণত হয়েছে। বরং তিনি নিজেই একটু পরিবর্তনের প্রচেষ্টা চালিয়েছেন। বর্তমানে চাং সিয়েন লিয়ান তাঁর কলমের আঁচরে আধুনিক সমাজের দৃশ্যও বর্ণনা করছেন।

সংস্কার ও উন্মুক্তকরণ নীতি ও বাজার অর্থনীতি চাং সিয়েন লিয়াং-এর জীবনকে অধীনে মধ্য দিয়ে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। তিনিই হচ্ছেন ইদানিংকালে ব্যবসায়ী বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম।

১৯৯৩ সালে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে চাং সিয়েন লিয়াং হুয়া সিয়া পশ্চিমাঞ্চলে চলচ্চিত্র ও টিভি নাটকের শুটিং করার একটি শুটিং স্পট প্রতিষ্ঠা করে একটি কোম্পানী খোলেন। বর্তমানে এ কোম্পানির অধীনস্থ 'চেন পেই পু' পশ্চিম চলচ্চিত্র শুটিং কেন্দ্র নিং সিয়া-এর একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। অনেকেই মনে করেন, এটি একটি বাণিজ্যিক বিস্ময়। কারণ, এটা ব্যবসায়ীক অভিজ্ঞতাহীন একজন বুদ্ধিজীবীর উদ্যোগে প্রতিষ্ঠিত শুটিং স্পট। এ প্রসঙ্গে চাং সিয়েন লিয়াং মনে করেন, সংস্কৃতি ও ইতিহাসের প্রতি যুক্তিযুক্ত চিন্তাভাবনা করার ফলে তাঁর ব্যবসায়ীক বুদ্ধির বিকাশ ঘটে। তিনি বলেন,

সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংস্কৃতিক সম্পর্কিত শিল্প প্রতিষ্ঠা করেন। চেন পেই পু একটি দর্শনীয় স্থান ছাড়াও এটি হচ্ছে একটি সাংস্কৃতিক শিল্প। তাই আমার পেশাগত বিষয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

বর্তমানে চাং সিয়েন লিয়াং-এর এই ঘাঁটি জাতীয় পর্যায়ের চার-এ (৪ A)দর্শনীয় স্থান এবং এ ঘাঁটির বাস্তব সম্পত্তি ১০ কোটি ইউয়ানের বেশিতে দাঁড়িয়েছে। পর্যটকরা এ ঘাঁটিতে হেঁটে হেঁটে যেন চলচ্চিত্রের চমত্কার বিশ্বে প্রবেশ করেছেন। চাং সিয়েন লিয়াং বলেন, এখান তিনি অনেক সুখী। তিনি বলেন,

একজন আন্তরিক লোক, মনখোলা এবং মাস্ক না পড়ার লোক হলে আপনি আনন্দ বোধ করতে পারবেন। (লিলি)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040