Web bengali.cri.cn   
কবিগুরু দু ফু ও তাঁর কবিতা
  2010-06-23 11:21:46  cri

  

খ্রীষ্টীয় ৭৫৯ অব্দে শাসকশ্রেণীর প্রতি বুক-ভরা নিরাশায় দু ফু পদত্যাগ করেন। তখন ছাং আনে অভূতপূর্ব খরা চলছিল , দারুন অভাবে তাঁর দিন আর চলে না । দুফু বাধ্য হয়ে সপরিবার দক্ষিণ পশ্চিম চীনের ছেংতু শহরে চলে যান । বন্ধুদের আর্থিক সাহায্যে তিনি সেখানে ঋষির মত চার বছর কাটিয়েছিলেন । আর্থিক দুরবস্থার মধ্যে তিনি "শরত্কালের প্রবল বাতাসে ভাংগা কুঁড়ে ঘর নামে যে কবিতা লিখেছিলেন তাতে তাঁর পরিবারের দুর্দশা বর্ণিত হয়েছে এবং তাঁর মত গরীব মানুষদের প্রতি সহানুভুতি জানানো হয়েছে ।

 এই কবিতায় তিনি বলেছেন ,তিনি অন্তরের অন্ত:স্থল থেকে কামনা করেন , সারা দেশের গরীবদের জন্য হাজার হাজার পাকা বাড়ী নির্মাণ করা হবে , তিনি তাঁর কবিতায় আত্মত্যাগের বিনিময়ে সকল গরীব বুদ্ধিজীবীর সুখ-শান্তি আনয়নের প্রবল ইচ্ছাও ব্যক্ত করেন । নির্মল দরদ- ভরা- এই কবিতায় তাঁর চরিত্রের মহত্ত্ব প্রকাশ পেয়েছে ।

   খ্রীষ্টীয় ৭৭০ অব্দে ৫৯ বছর বয়সী দু ফু দারিদ্র্য ও ব্যাধির নিপীড়নে যাত্রাপথে মৃত্যুবরণ করেন । তিনি পরবর্তী যুগের জন্য রেখে গেছেন এক হাজার চারশতাধিক কবিতা । থাংরাজ বংশ যুদ্ধের মধ্য দিয়ে সমৃদ্ধি থেকে যে পতনের দিকে এগুচ্ছিল সেই বিশাধিক বছরের সমাজের চেহারা তাঁর কবিতাগুলোতে জীবন্তভাবে চিত্রিত হয়েছে। তাঁর কাব্য-সৃষ্টির ক্ষেত্র মহাকাব্যের মত বিশাল। তাঁর একাধিক স্টাইলের কবিতায় ঘটনা-বর্ণনা , ভাবাবেশ ও মন্তব্য অঙ্গাঙ্গিভাবে মেশানো হয়েছে । কবিতার বিষয়বস্তু যেমন ব্যাপক তেমনই গভীর। ভাব নির্মল ও প্রগাঢ়।শিল্পের দিক থেকে বিচার করে দেখা যায় , তিনি প্রাচীন কাব্যধারার বিশিষ্টত্ব আহরণের ভিত্তিতে বহুমুখী নতুনত্ব প্রবর্তন করেছেন । বিষয়বস্তু ও কাব্যাকৃতির দিক থেকে তিনি যে কাব্যসৃষ্টির ক্ষেত্র প্রসারিত করেছেন তা পরবর্তী যুগের উপরে গভীর প্রভাব বিস্তার করেছে ।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040