Web bengali.cri.cn   
মিং রাজবংশ
  2010-06-23 14:00:02  cri

বিশেষ করে কোনো কোনো কর্মশালার মালিকের ছিল রেশমী কাপড় বোনার বিশ-তিরিশটি তাঁত , রেশমী কাপড় বোনার কঠিন কৌশল ভাড়াটে তাঁতীদের আয়ত্বে ছিল । এই থেকে বোঝা যায় যে , চীনে পুঁজিবাদের চিকন অঙকুর গজিয়ে উঠেছে । তখন অজস্র পন্যদ্রব্য ঘনঘন বিনিময় করা হত । যে সব স্থানে ছিল পন্যদ্রব্যের প্রাচুর্য ও যাতায়াতের সুবিধা সেই সব স্থানে ছোটো বড় অনেক বানিজ্য কেন্দ্র গড়ে ওঠে । পেইচিং、নানজিং、সুচৌ、হানচৌ、কুয়াংচৌয়ের মত সমৃদ্ধ শহর একটির পর একটি আবির্ভূত হয়।

  

মিং রাজত্বকালে রাজকর্মচারীপদ পেতে আট পর্ব বিশিষ্ট রাজকীয় পরীক্ষায় অংশ নিতে হত ।তখন উপন্যাস রচনায় অভূতপুর্ব সাফল্য অর্জিত হয় । জলাশয়、তিন রাজ্যের কাহিনী、 পশ্চিমাঞ্চলের ভ্রমন আর ফুলদানীতে সাজানো প্লাম ফুলের মত ধ্রুপদী উপন্যাসগুলো তখনই রচিত হয় । এই ছাড়া ভুতত্ববিদ সু ইয়া কের লেখা সু ইয়া কের বৃত্তান্ত , চিকিত্সাবিদ লি শি জেনের লেখা চীনা ভেষজওষুধের তথ্যভান্ডার , কৃষিবিদ সু কুয়াং ছির লেখা কৃষিবিদ্যা , হস্তশিল্পী সং ইং সিংয়ের লেখা হস্তশিল্পের স্বর্গ , এবং ইয়ংলে বিশ্বকোষও মিং রাজবংশীয আমলে প্রকাশিত হয় ।

  মিং রাজত্বকালের শেষভাগে জমি একত্র করার প্রবণতা ক্রমশই অসহ্য হয়ে ওঠে । রাজপরিবার ও নবাবদের খামার ছড়িয়ে ছিল সারাদদেশে ।রাজস্ব দিন দিন বৃদ্ধি পাওয়ায় সামাজিক দ্বন্দ্বও ক্রমশই তীব্র হয় ।কিছু সংখ্যক রাজকর্মচারী ও পন্ডিত সামাজিক দ্বন্দ্ব প্রশমিত করার আশায় খোজা ও অভিজাত সম্প্রদায়ের বিশেষ অধিকার খর্ব করার দাবি জানান। তাঁরা বিভিন্ন স্থানে বক্তৃতা দেয়ার সময়ে সমসাময়িক রাজনীতির কঠোর সমালোচনা করেন । তাঁরা তংলিন দলের সদস্য বলে পরিচিত । কিন্তু তাঁরা ক্ষমতাশালি খোজাদের দ্বারা নিপীড়িত হন , ফলে সমাজ আরো আস্থিতিশীল হয়ে ওঠে ।

  গ্রামাঞ্চলের সংগ্রামও ক্রমে ক্রমে তীব্র আকার ধারন করে ।১৬২৭ সালে সানসি প্রদেশে দুর্ভিক্ষ দেখা দেয় । রাজকর্মচারী যে রীতিমত রাজস্ব সংগ্রহ করেন তাতে অতিষ্ঠিত হয়ে কৃষকরা বিদ্রোহের পথ ধরতে বাধ্য হন ।নানা স্থানে লক্ষ লক্ষ অনাহারী নিয়ে কৃষকদের বিদ্রোহী বাহিনী গঠিত হয় ।১৬৪৪সালে কৃষকদের বিদ্রোহী বাহিনী রাজধানী পেইচিং দখল করে । সম্রাট ছংচেন বাধ্য হয়ে আত্মহত্যা করেন ।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040