|
চীনের সংস্কৃতি মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার যৌথ উদ্যোগে 'আফ্রিকার সংস্কৃতির ওপর আলোকপাত-২০১০' শীর্ষক ধারাবাহিক কার্যক্রম সম্প্রতি পেইচিংয়ে শুরু হয়েছে। আগামী নভেম্বর মাস পর্যন্ত এ ধারাবাহিক কার্যক্রম চীনের লান চৌ, সি নিং, ইন ছুয়ান, ছিং তাও এবং শেন চেনসহ বিভিন্ন শহরে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এটি হচ্ছে চীন ও আফ্রিকার গড়ে তোলা 'সংস্কৃতির ওপর আলোকপাত' শীর্ষক বিনিময়ের একটি অংশ, যা চীন ও আফ্রিকার সাংস্কৃতিক বিনিময়কে ত্বরান্বিত করবে বলে মনে করা হয়। বন্ধুরা, আজকের 'সাংস্কৃতিক ঘটনা' অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।
২০০৯ সালের নভেম্বর মাসে চীন ও আফ্রিকার সহযোগিতা ফোরামের চতুর্থ মন্ত্রী পর্যায়ের সম্মেলনে গৃহীত 'শার্ম-আল-শেখ কার্যক্রম পরিকল্পনায়' বলা হয়, চীন ও আফ্রিকার সাংস্কৃতিক বিনিময়ের উচিত যৌথভাবে 'সংস্কৃতির ওপর আলোকপাত' সংক্রান্ত ব্র্যান্ড সৃষ্টি করা। এর আগে ২০০৮ সালে চীনে 'আফ্রিকার সংস্কৃতির ওপর আলোকপাত' কার্যক্রম আয়োজন করা হয় এবং ২০০৯ সালে আফ্রিকায় 'চীনা সংস্কৃতির ওপর আলোকপাত' কার্যক্রম আয়োজিত হয়। এ সব কার্যক্রম চীন-আফ্রিকা দু'পক্ষের ইতিবাচক মূল্যায়ন পায়।
বন্ধুরা, আপনারা এই মাত্র শুনলেন এবার 'আফ্রিকার সংস্কৃতির ওপর আলোকপাত-২০১০'-এর উদ্বোধনী অনুষ্ঠানে মৌরিশাসের নৃত্য শিল্পী দলের মনোজ্ঞ পরিবেশনার শব্দ। এবারের কার্যক্রমের মধ্যে রয়েছে পরিবেশনা, প্রদর্শনী, আফ্রিকার বিভিন্ন দেশের সংস্কৃতি মহলের উচ্চপদস্থদের সফর এবং টেলিভিশন অনুষ্ঠানসহ বিভিন্ন বিষয়। এ ছাড়া, মালাবি, জিম্বাবুয়ে এবং সিসিলি দ্বীপপুঞ্জসহ আফ্রিকার দেশগুলোর সাংস্কৃতিক প্রতিনিধি দলের সদস্যরাও প্রদর্শনী অনুষ্ঠানে অংশ নেবেন। চীনের সংস্কৃতি উপমন্ত্রী চাও শাও হুয়া উদ্বোধনী অনুষ্ঠানে বলেন:
"২০০৮ সালের 'সংস্কৃতির ওপর আলোকপাত' অনুষ্ঠানের তুলনায় এবারের অনুষ্ঠান সংগঠন, সময় ও আওতাসহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে। এবারের অনুষ্ঠান আয়োজনের খবর পেয়ে আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যানও বিশেষ করে অভিনন্দন বাণী পাঠান।"
'আফ্রিকার সংস্কৃতির ওপর আলোকপাত-২০১০' চলাকালে রুয়ান্ডা, মৌরিশাস ও কেপভার্দেসহ আটটি দেশের শিল্পী দল শাংহাই বিশ্বমেলায় অংশগ্রহণকালে পৃথক পৃথকভাবে পেইচিং, লান চৌ ও সি নিংসহ বিভিন্ন জায়গায় পরিবেশনায় অংশ নেবে। কেপভার্দে জাতীয় নৃত্য শিল্পী দলের পরিবেশনায় সম্প্রীতির মধ্য দিয়ে মানুষ ও প্রকৃতির বসবাস বিমূর্ত হয়ে ওঠে। চীনে কেপভার্দের দুতাবাসের প্রধান কাউন্সিলর এবারের 'আফ্রিকার সংস্কৃতির ওপর আলোকপাত-২০১০'-এ অংশ নেয়ায় বেশ আনন্দিত বোধ করেন। এ সম্পর্কে তিনি বলেন:
"আফ্রিকার সংস্কৃতির ওপর আলোকপাত-২০১০' চীন ও আফ্রিকার সম্পর্ক জোরদার করবে । পৃথিবীর সবচেয়ে পুরানো ও শক্তিশালী সভ্যতার দেশ হিসেবে চীন আফ্রিকানদের কাছে খুবই আকর্ষণীয় বলে মনে হয়।"
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |