|
পানচেনের কথা নিমা তসেরিংয়ের মনে প্রগাঢ় ছাপ ফেলেছে। জাতীয় সংস্কৃতির উন্নয়ন ও বিস্তার করা তাঁর সারা জীবনে একটি অক্লান্ত লক্ষ্যে পরিণত হয়েছে। ১৯৯৩ সালের শরত্কালে তিনি তাঁর 'তুষারাঞ্চল'সহ বেশ কিছু শিল্পকর্ম নিয়ে প্রথমবারের মত বিদেশে গিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রদর্শনীর আয়োজন করেন। এ প্রদর্শনী ওয়াশিংটনে বেশ ইতিবাচক সাড়া পায়। যুক্তরাষ্ট্র সরকার, তথ্য এবং সংস্কৃতিসহ বিভিন্ন মহলের ২ শ'রও বেশি ব্যক্তি প্রদর্শনীতে উপস্থিত ছিলেন। চীনের পররাষ্ট্র মন্ত্রী ইয়াং চিয়ে ছি উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সে সময়ের অবস্থা স্মরণ করে নিমা তসেরিং বলেন:
"তাঁরা তিব্বতী জনগণের অনুভুতি জানতে চান। আমার মনে আছে যে, ভয়েস অব আমেরিকাসহ যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম আমাকে অনেক জটিল প্রশ্ন জিজ্ঞেস করে। দালাই লামা বিষয়ক সমস্যাসহ বিভিন্ন ব্যাপারে আমি তাঁদের দৃঢ়ভাবে বিরোধীতা করি।"
যুক্তরাষ্ট্র সফর শেষে নিমা তসেরিং তাঁর শিল্পকর্ম নিয়ে বিশ্বের কাছে তিব্বতকে পরিচয় করিয়ে দিতে নামেন। ২০০৯ সালের গ্রীষ্মকালে তিনি চেক প্রজাতন্ত্রসহ পূর্ব ইউরোপীয় দেশগুলো সফর করেন। নিজ দেশের সুন্দর দৃশ্য এবং সরল রীতি-নীতি তাঁর মনে গভীর ছাপ ফেলে। এ সম্পর্কে তিনি বলেন:
"এ দেশটি খুবই সুন্দর। তার রোদ, স্থাপত্য এবং প্রাচীন সংস্কৃতি সবাইকে আকর্ষণ করে। আশা করি, বিশ্বের বিভিন্ন দেশের জনগণ সুযোগ পেলে চীন আসবেন। যেমন মহাপ্রাচীর দেখতে পাবেন, তেমনি তিব্বতী জাতির পোতালা প্রাসাদও দেখতে পাবেন।"-- ওয়াং হাইমান
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |