|
" শুধু মাত্র একজন ব্যবসায়ী আমাকে বলেন , তিনি চীনে ব্যবসা করেন। সুতরাং, তিনি মাঝে মাঝে চীন যান। তবে তিনি চীনা ভাষা কিছুই বুঝতে পারেন না। এমন কি, সুয়েজ খাল প্রদেশের চীনা শিল্পপ্রতিষ্ঠানে কর্মীরাও চীনা ভাষা শিখতে চান"।
খুং ওয়েই হচ্ছেন কনফুসিয়াস ইন্সটিটিউটের একজন শিক্ষক। তিনি তাঁর ছাত্রছাত্রীদের মধ্যে গভীর ভাবাবেগ প্রতিষ্ঠা করেছেন। তিনি আমাদের সংবাদদাতাকে বলেন:
" মিসরের ছাত্রছাত্রীরা চীনা শিক্ষককে অনেক সম্মান করে। এমন কি, চীনা ভাষা শেখায় তাদের প্রচুর আগ্রহ রয়েছে। স্বল্পকালের প্রশিক্ষণে তারা চীনা ভাষা বলতে পারে। তারা বলেন ' চীনা মানুষ খুবই ভাল'। মিসরে কাজ করতে আমি খুবই পছন্দ করি"। ---ওয়াং হাইমান
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |