|
শ্রোতাবন্ধুরা, মিসরের পূর্বাঞ্চলের সুয়েজ খাল তীরবর্তী একটি সুন্দর শহর রয়েছে। এর নাম হচ্ছে ইসমাইলিয়া। সুয়েজ কানাল বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট এই শহরেই অবস্থিত। এ কনফুসিয়াস ইন্সটিটিউট চীনের হুয়াপেই বিদ্যুত্ বিশ্ববিদ্যালয় ও মিসরের যৌথ সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়। তাহলে এখানকার শিক্ষকরা কীভাবে চীনা ভাষা শিক্ষাদানের কাজ করেন? শিক্ষার্থীদের চীনা ভাষা শেখার অবস্থা কেমন ? আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।
আপনারা এই মাত্র শুনলেন কনফুসিয়াস ইন্সটিটিউটের চীনা ভাষা প্রশিক্ষণ ক্লাসে শিক্ষকের সাথে শিক্ষার্থীদের চীনা ভাষার সংখ্যা শেখার শব্দ। আসলে প্রশিক্ষণ ক্লাসে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হচ্ছেন সুয়েজ ক্যানাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের অধ্যাপক।
চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিদ্যাগত বিনিময় অধিক ঘনিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মিসরের সংশ্লিষ্ট অধ্যাপকদের চীনা ভাষা শেখার আগ্রহও ব্যাপকভাবে বেড়েছে। কনফুসিয়াস ইন্সটিটিউট প্রতিষ্ঠার দু'বছর সময়ে ইতোমধ্যেই ২ হাজারেরও বেশি শিক্ষার্থী চীনা ভাষা শিখতে শুরু করেন। তারা হচ্ছেন ইসমাইলিয়া শহরের বিভিন্ন মহল ও বিভিন্ন পর্যায়ের মানুষ। চীনা ভাষা শেখা এ শহরে বেশ তীব্র হয়ে উঠেছে। কনফুসিয়াস ইন্সটিটিউটের মিসর পক্ষের মহাপরিচালক আব্দাল রহিম আল কুর্দি এ ব্যাপারে বেশ বিস্ময় প্রকাশ করেন। এ সম্পর্কে তিনি বলেন,
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |