|
রুশ ভবনের দ্বিতীয় তলায় আসলে দেখবেন থামের সাথে জড়িয়ে রাখা মর্নিং গ্লোরি ফুল সবার হৃদয়ে তীব্র অনুভূতি সৃষ্টি করেছে। বিরাট আকারের স্ট্রবেরিসহ নানা ধরনের মজার মজার সব জিনিস আপনাকে একটি স্বপ্নের রূপকথার মতো রাজ্যে নিয়ে যাবে। বিভিন্ন রঙের বৈচিত্র্যময় বিষয়ের সংগে বই ও কার্টুন চলচ্চিত্রে দেখা প্রতিচ্ছবি এখন রুশ ভবনে সব বাস্তবে রূপান্তরিত হয়ে সবাইকে ভুলিয়ে দেবে। বড় ক্যানভাসের ওপরে রুশ শিশুরা তাদের অপরিচিত চীনা ভাষা দিয়ে রুশ বিজ্ঞানীদের সর্বশেষ উদ্ভাবন অবহিত করে লিখছে। ৭ বছর বয়সী ছোট ছেলে শেন চিয়া লুং বলেন:
" এখানকার সব কিছুই খুব সুন্দর লাগছে। এখানে সকল জিনিস বড় বড় করে রাখা হয়েছে। মর্নিং গ্লোরি তরমুজের চেয়ে আরও বড় হয়েছে। আমি মনে করি, এটি শুধু কার্টুন চলচ্চিত্র এবং রূপকথার বই'র ভেতরেই দেখতে পারি। কিন্তু এখানে দেখতে সব কিছুই বাস্তবে রূপান্তরিত হয়েছে। এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত" ।
এবারের বিশ্বমেলায় শিশুদের জন্য আরো আরো অনেক মজার মজার তত্পরতার আয়োজন করা হচ্ছে। যা শিশু এবং বাবা মা'র হৃদয়ের গভীর থেকে স্বাগত পেয়েছে। যেমন " ইয়ু ইয়্যুয়ে" স্থানে শিশুরা ভবিষ্যতে নিজের পছন্দের পেশায় অভিনয় করতে পারে। তারা এখানে সংবাদদাতা , মডেল এবং হিসাববিদসহ বিভিন্ন বয়স্কদের পেশায় অভিনয় করতে পারে। এ প্রকল্পের সৃজনশীল ডিজাইন বিভাগের ব্যবস্থাপক চিন শু ইয়ু বলেন:
" এ প্রকল্পের মাধ্যমে বাস্তব সামাজিক চরিত্রে অভিনয় ও অভিজ্ঞতা আহরণের মধ্য দিয়ে তারা বাস্তব সমাজ সম্পর্কে আরো বেশি জানতে পারছে এবং সরাসরিভাবে জীবনকে অনুভব করতে পারছে। তাছাড়া, আমরা পাঁচটি বৃহত্তম খাত বাছাই করেছি। যেমন গণ কল্যাণ, সাংস্কৃতিক সংবাদমাধ্যম, ভোক্তা এবং নির্মাণসহ অধিকাংশ প্রধান খাত সম্পর্কে শিশুরা তাদের বাবা মা'র সংগে প্রতিদিনই সমাজকে উপলদ্ধি করতে পারছে। "----ওয়াং হাইমান
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |