Web bengali.cri.cn   
বিশ্বমেলা হচ্ছে শিশুদের ভবিষ্যত প্রস্তুতির উপহার
  2010-06-02 20:46:05  cri

 

 

শাংহাই বিশ্বমেলা হচ্ছে সৃজনশীলতার স্বপ্নে ভরপুর একটি জায়গা। যা আমাদের জন্য একটি নতুন আঙ্গিকের মনোরম বিশ্বকে গড়ে তুলেছে। সুতরাং, শিশুদের জন্য এ মেলা সবচেয়ে বেশি উপযোগী বলে মনে করা হয়। কারণ শিশুরা হচ্ছে সব স্বপ্নের বাস্তবায়নকারী এবং ভবিষ্যতে জীবনের আশার আলো। বিশ্বমেলার পার্কে এসে বিশ্বের বিভিন্ন দেশের ভবন স্হাপত্যের কারুকার্য দেখে শিশুরা সবাই চোখ বড় করে অবাক হয়ে যায়। হয়তো সংশ্লিষ্ট বিষয়গুলো তারা বুঝতে পারে না। তবে ঐ আনন্দ ও মুগ্ধতা ইতোমধ্যেই তাদের মনে প্রগাঢ় ছাপ ফেলতে সক্ষম হচ্ছে। বন্ধুরা, আজকের " সাংস্কৃতিক ঘটনা" অনুষ্ঠানে আমরা এ বিষয়টি নিয়েই আলোচনা করবো।

বিশ্বমেলা পার্কে আপনি সবসময় মানুষের অবাক হওয়ার মত ফিসফাস শব্দ শুনতে পাবেন। এর মধ্যে আজকের সর্বোচ্চ আওয়াজ নিশ্চয়ই শিশুদের দিক থেকে এসেছে বলে মনে হয়। বিশ্বমেলা পার্কে থাকা বিশ্বের বিভিন্ন দেশের বৈচিত্র্যময় ভবন , ফুল ও গাড়ির পরিবেশনা এবং ভিন্ন বর্ণের অসংখ্য মানুষ এখানে মিলিত হতে দেখে শিশুদের মনের বিশ্বটা পুরোপুরিভাবেই খোলামেলা হয়ে যায়। বিশ্বমেলার পার্কের সব কিছুই তাদের আবেগপ্রবণ করে তুলেছে।

চীনা ভবনে প্রদর্শিত চীনা শিশুদের নিজস্ব সুন্দর সুন্দর শিল্পকর্ম এখানে আসা একই বয়সের শিশু দর্শকদের মনের স্বপ্নের জানালাকে খুলে দিয়েছে। কাতার ভবনে শিশুদের ছবি আঁকার তত্পরতাও আয়োজন করা হয়। শিশুরা হাতের তুলি ও কলম দিয়ে কাতার ভবনের অনুভুতি এঁকেছে।

তবে বিশ্বমেলার সকল ভবনের মধ্যে রুশ ভবনকে পুরোপুরিভাবে শিশুদের আকর্ষণ করেছে বলে মনে করা হয় । এ ভবন স্বপ্নের রূপকথার মতো শিশুদের মধ্যেকার সব ব্যবধান দূর করেছে। রুশ ভবনের প্রথম তলায় রুশ শিশুদের মনের শহরকে প্রদর্শন করা হয়েছে। ভবনে রাখা কিছু বৈশিষ্টময় মডেল সব শিশুদের আঁকা শিল্পকর্মের অনুভূতি অনুসারে তৈরী করা হয়েছে। এ সম্পর্কে রাশিয়ার সংবাদ শাখার উপ-লিয়াজোঁ কর্মকর্তা আলিনা সুস্লোভা বলেন,

" প্রথমে আপনি রুশ শিশুদের ভিত্তি করে সৃষ্ট প্রদর্শনী পণ্য দেখতে পাবেন। এ সব পণ্য হচ্ছে ভবিষ্যতের প্রতি তাদের স্বপ্নের প্রকাশ। তারা ভবিষ্যতে নিজেদের মনের শহরকে গড়ে তুলতে চেয়ে এঁকেছে। এটিকে ভিত্তি করে আমরা বেশ অনেক ধরণের প্রদর্শনী পণ্য তৈরী করেছি। আমাদের রুশ ভবনের প্রধান ধারণা হচ্ছে শিশুদের একটি আনন্দিত শহরে থাকা। আমরা মনে করি, শিশুদের জন্য আরও বেশি পরিকল্পনা করা দরকার। কারণ শিশুরাই হচ্ছে ভবিষ্যতের আশা। "

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040