|
বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সময় চাও না'র লেখাপড়া ফল খুবই চমত্কার ছিল। এসময় তিনি অন্য ক্ষেত্রেও সার্বিক উন্নয়ন ঘটান। চাও না'র এ আস্থা, সাহসিকতা এবং বলিষ্ঠতা শুধু স্বল্পকালের জন্য নয়। এটি বিবেচনা ও আত্ম-বিবেচনার মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে। চীনের জাতীয় দিবসের ৬০তম বার্ষিক সামরিক কুচকাওয়াজ শুরুর আগে চাও না সম্ভবত এ চমত্কার সুযোগের কথা ভাবেনইনি। এ সম্পর্কে তিনি বলেন:
" আসলে জাতীয় দিবসের ৬০তম বার্ষিক সামরিক কুচকাওয়াজের অংশগ্রহণকারী প্রার্থী নির্বাচনের অধিকার আমাদের বিশ্ববিদ্যালয়ের ছিল। নাম নিবন্ধনের পর কাজ শুরুর দিকে ভয় পাওয়ার কারণে আমি এ ভেবেছিলাম ছেড়েই দেব। কারণ সবাই জানেন যে, সামরিক কুচকাওয়াজে চর্চার মাত্রা কত গভীর এবং গুরুতর। তবে আমার কয়েকজন সহপাঠী কুচকাওয়াজে অংশ নিচ্ছে দেখে আমি এ বিষয়ে অনেক ভাবি। ভেবে দেখলাম সহপাঠীরা যদি চর্চার কষ্ট সহ্য করতে পারে , কেন আমি পারবো না। ভাগ্যরন ব্যাপার হচ্ছে অবশেষে আমাদের ক্লাসে আরও একজন বাকি ছিল। এভাবেই আমি দ্বিতীয়বার সুযোগ পেয়ে যাই। সেসময় আমি চিন্তাহীনভাবে কুচকাওয়াজে অংশ নিয়েছি"।
যেমন ভাবা তেমন কাজ চাও না এবারের সুযোগকে কাজে লাগিয়ে সাফল্যের সঙ্গে নারী মিলিশিয়া-বাহিনীর প্রশিক্ষণ দলে যোগ দিলেন। পেইচিং অলিম্পিক গেমসের পুরস্কার বিতরণের শান্তি শৃঙ্খলা রক্ষা ও প্রশিক্ষণের চেয়ে জাতীয় দিবসের সামরিক কুচকাওয়াজের দিকটি ভিন্নতর বলেও চাও না মনে করেন। তিনি বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষা ও প্রশিক্ষণ তাঁর বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু লেখাপড়া বিষয়ের সঙ্গে সম্পর্কিত। শুধু নারীদের সুন্দর অবস্থান এতে দেখা যায়। তবে জাতীয় দিবসের সামরিক কুচকাওয়াজের চর্চা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে তাঁর চীনা নারীদের উজ্জ্বল দীপ্তি ও সাহসিকতা প্রদর্শনের প্রয়োজনীঁয়তা রয়েছে। সুতরাং, সামরিক কুচকাওয়াজ সম্পর্কে নিজের তিনি আরও বেশি ও অধিক লক্ষ্য নির্ধারণ করেন। প্রতিটি প্রশিক্ষণের সময় তিনি সবার আগে প্রশিক্ষণ স্থানে চলে যান এবং সবার শেষে হোস্টেলে ফিরে আসেন। এ সম্পর্কে চাও না বলেন:
" সেসময় প্রশিক্ষণের প্রত্যেকটি পদক্ষেপ আমার মনে গভীর ছাপ ফেলেছে। আমার মনে আছে যে, এ প্রশিক্ষণ দলে যোগ দেয়ার শুরুর দিকে আমার অবস্হা ছিল সবার চেয়ে দুর্বল। তবে আস্তে আস্তে নিজের অক্লান্ত প্রচেষ্টার মধ্য দিয়ে আমি প্রশিক্ষণের চমত্কার সদস্যের মর্যাদা পাই"। --ওয়াং হাইমান
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |