|
আপনারা পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি লিলি এখন শুরু করতে যাচ্ছি আজকের ' সাংস্কৃতিক সম্ভার' অনুষ্ঠানটি।
বন্ধুরা, আজকের সাংস্কৃতিক সম্ভার অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী আবাম ছালাউদ্দিন। এ অনুষ্ঠানে আমরা পরিবেশন করবো সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ঘটনা, সংস্কৃতির বাজার, এবং আপনাদের প্রিয় গল্পের ঝুলি। সাংস্কৃতিক সম্ভার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আমার সহকর্মী ওয়াং হাইমান। আচ্ছা বন্ধুরা, প্রথমে শুনবেন সাংস্কৃতিক ব্যক্তিত্বের কথা।
২০০৯ সালের চীনের ৬০তম জাতীয় দিবসে থিয়ান আন মেন মহাচত্বরে অনুষ্ঠিত বার্ষিক সামরিক কুচকাওয়াজে চীনের প্রাণবন্ত নারী মিলিশিয়া-বাহিনীর কুচকাওয়াজ সবার মনে প্রগাঢ় ছাপ ফেলেছে। তাঁদের উজ্জ্বল দীপ্তি ও সাহসিকতা সবার দৃষ্টি আকর্ষণ করেছে। এ দলের মধ্যে সবার সামনে থেকে নেতৃত্বাধীনকারী মেয়েটি ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করে পেইচিং ছুং ওয়েন জেলার গণ আদালতের একজন কর্মকর্তায় পরিণত হয়েছেন। তিনি হচ্ছেন আমাদের আজকের সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুষ্ঠানের প্রধান চরিত্র 'চাও না'। আচ্ছা বন্ধুরা , তাহলে চাও না'র গল্প নিয়ে শুরু করছি আজকের সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুষ্ঠানটি।
যদিও চাও না'র বয়স মাত্র ২২ বছর। তাঁর প্রচুর অভিজ্ঞতা রয়েছে। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সময় তিনি বহুবার প্রথম শ্রেণীর বৃত্তি এবং চমত্কার ছাত্রীর মর্যাদা পেয়েছিলেন। ২০০৮ সালে তিনি পেইচিং অলিম্পিক গেমসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্তশিষ্ট মেয়ে নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি চীনের ৬০তম জাতীয় দিবসের সামরিক কুচকাওয়াজে নারী মিলিশিয়া-বাহিনীতে যোগ দেন এবং ২০১০ সালে তিনি পেইচিং পৌর 'চৌঠা মে যুব' পদক অর্জন করেন। এ সব অভিজ্ঞতার প্রেক্ষাপটে চাও না বলেন, নিজেকে একজন ভাগ্যবান নারী হিসেবে মনে হয়। তবে ভাগ্য কীভাবে সফল হয়ে উঠেছে সে সম্পর্কিত আলোচনায় তিনি বলেন:
'সুযোগকে সাহসিকতার সাথে কাজে লাগানো উচিত বলে আমি মনে করি। সুযোগ পাওয়ার পর এ ব্যাপারে আরও অক্লান্ত প্রচেষ্টা চালানো দরকার। এটিকে সফল করে তোলার জন্য বেশ গুরুত্ব দেয়া উচিত বলেও তিনি মনে করেন'।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |