Web bengali.cri.cn   
ইউরোপে "চীনা ভাষা শেখার উত্সাহ" অব্যাহতভাবে বাড়ছে
  2010-05-27 17:42:02  cri

আমাদের সংবাদদাতার একজন ভাল বন্ধু সত্যিই একজন চীনা সংস্কৃতির অনুরাগী। তিনি নিজেকে একটি চীনা নামও দিয়েছেন। যা হচ্ছে তি ইয়ৌ। সাম্প্রতিক বছরগুলোতে অধিক সংখ্যক চীনা মাঝারি ও ছোট আকারের শিল্পপ্রতিষ্ঠান বেলজিয়ামে প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে তি ইয়ৌ চীনা বাজারের ওপর বেশ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, চীনের অর্থনীতির দ্রুত উন্নয়ন এবং সুগভীর সংস্কৃতির মধ্য দিয়ে তিনি প্রাচ্য সভ্যতার ব্যাপক আকর্ষণ শক্তিতে অনুভব করতে সক্ষম। সুতরাং, তিনি নিজের মেয়েটিকে চীনা ভাষা শেখার জন্য বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়ের এক চীনা ভাষা ইন্সটিটিউটে পাঠিয়েছেন। ভবিষ্যতে তার মেয়ে চীনা ভাষা আয়ত্ত করতে পারবে বলে তিনি আশাবাদী।

সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ইউরোপের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিনিময় আরো গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ইউরোপে "চীনা ভাষা শেখার উষ্ণতা" অব্যাহতভাবে বাড়ছে। ইউরোপীয় ছাত্রছাত্রীদের চীনা ভাষা শেখার চাহিদা পূরণ করার জন্য বিদেশী ভাষা হিসেবে চীনা ভাষা শিক্ষাদানকারী জাতীয় কার্যালয় দ্রুততার সাথে ইউরোপে কনফুসিয়াস ইন্সটিটিউট প্রতিষ্ঠার কাজ করে। গত ডিসেম্বর পর্যন্ত ইউরোপে ইতোমধ্যেই ২৯টি দেশের ৯৪টি কনফুসিয়াস ইন্সটিটিউট এবং ৩৪টি কনফুসিয়াস ক্লাসরুম খোলা হয়েছে। তাছাড়া, আরও বিভিন্ন রকমের চীনা ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হয়।---ওয়াং হাইমান


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040