সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ইউরোপের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিনিময় আরো গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ইউরোপে "চীনা ভাষা শেখার উত্সাহ" অব্যাহতভাবে বাড়ছে। ইউরোপের অনেক দেশে স্থানীয় অধিবাসীদের চীনা ভাষা শেখা ও চীনা সংস্কৃতি জানার আগ্রহ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশেও চীনা ভাষার বিস্তারের উদ্যোগ নেয়া হয়েছে।
প্রতিবছর বেলজিয়ামের বহু বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী চীনা ভাষা শেখা এবং চীনা সংস্কৃতি জানার জন্য চীনে যান। গত বছরের আগস্টে বেলজিয়ামের ৪৩জন ছাত্রছাত্রী চীনে লেখাপড়া ক্ষেত্রে বিদায় সংবর্ধনানুষ্ঠানে অংশগ্রহণ করেন আমাদের সংবাদদাতা। একজন ছাত্র জানায়, চীনে লেখাপড়া করা একটি খুবই চমত্কার সুযোগ। তিনি চীনা সংস্কৃতি খুব জানতে চান। চীন ও ইউরোপের জনগণের পারস্পরিক সমঝোতায় সহায়তা দেয়ার লক্ষ্যে তিনি চীন ও ইউরোপীয় সম্পর্কের চারি খুঁজতে চান।
1 2