Web bengali.cri.cn   
প্রতিভাশালী কবি সু শি
  2010-05-26 11:14:57  cri
 

সুশি সর্বদাই মনে যা ভাবতেন মুখে তাই বলতেন , অন্যায়-অবিচারের বিরুদ্ধে তিনি ছিলেন অনড়-অটল । তবে তিনি প্রাণচঞ্চল ও মুক্তমনা , তাঁর স্বভাবে লেশমাত্র গোড়ামী নেই । তার এই অসাধারণ প্রকৃতি ও মনষ্যত্বের জন্য তিনি ছিলেন চীনের সামন্ততান্ত্রিক সমাজের শেষভাগের বুদ্ধিজীবীদের শ্রদ্ধার পাত্র । আট শো বছর ধরে তাঁকে দৃষ্টান্ত হিসেবে অনুসরণ করা হত । সুশির পাণ্ডিত্য ছিল অতুলনীয় । কবিতা , গদ্যকাব্য ও প্রবন্ধ রচনায় তিনি শীর্ষস্থানে অধিষ্ঠিত ছিলেন । তাঁর একাধিক স্টাইলের কবিতার বিষয়বস্তু অতি ব্যাপক, কল্পনা বিচিত্র , উপমা-উতপ্রেক্ষা অভিনব ,ভাষা চিত্রকল্পময় । সু শির গদ্য কবিতার রয়েছে স্বকীয় বৈশিষ্ট্য । তিনি গদ্য কবিতাকে অলংকার-বাহুল্যের কবল থেকে মুক্ত করে লৌকিক জীবন ও বিশাল সমাজে এনে দিয়েছিলেন ।সু শির প্রবন্ধ প্রতিভা-দীপ্তিতে সমুজ্জ্ব এবং রচনাশৈলীতে সমৃদ্ধ । চীনের থাং রাজত্ব ও সং রাজত্বকালের আটজন বিখ্যাত লেখকের মধ্যে তাঁর কৃতিত্বই সর্বাধিক । তিনি অভাব-অনটনে দিন কাটাতেন ,কিন্তু সমসাময়িক বুদ্ধিজীবীরা তার রচনাশৈলীর অনুকরণে সাহিত্যচর্চা করতেন ।   

প্রবন্ধ সাহিত্য-জগতে তার লেখা ভ্রমনবৃত্তান্ত সর্বশ্রেষ্ঠ। যেমন 'ছে পি' নামে তাঁর দুটো প্রবন্ধ । প্রথমোক্তটিতে শরত্কালের মর্মর বাতাস , পূর্ণচন্দ্র , নীল আকাশ ও স্বচ্ছ নদী বর্ণনা করা হয়েছে এবং শেষোক্তটিতে শীতকালের উচু পর্বত ,অর্ধচন্দ্র , শীর্ণ নদীতে মাথা চাড়া দিয়ে উঠা চর চিত্রিত হয়েছে । কাব্যরস , রুপকল্প ও দার্শনিক তত্ত্বের সুষম সমন্বয়ে প্রবন্ধ দুটো সং রাজত্বকালের উত্কৃষ্ট রচনা বলে অভিহিত করা হয়েছে ।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040