Web bengali.cri.cn   
প্রতিভাশালী কবি সু শি
  2010-05-26 11:14:57  cri

 

সু শি(১০৩৭-১১০১) সি ছুয়ান প্রদেশের মেসানে জন্ম গ্রহণ করেন । তার পিতা ছিলেন একজন বিখ্যাত প্রাচীন ভাষাবিদ। সুশি পরিবারের সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছেন । ছোটোবেলা থেকেই তিনি জনকল্যাণ সাধনের মহত্ স্বপ্ন দেখতেন । রাজকর্মচারী হওয়ার পর রাজনৈতিক ব্যবস্থার ত্রুটি দূর করা ও সংস্কার করার ব্যাপরে তার উত্সাহের অন্ত ছিল না । স্থানীয় সরকার ও রাজদরবারে দায়িত্ব পালনের সময় তিনি দেশের স্বার্থে সংস্কারের পক্ষে খোলাখুলিভাবে মত প্রকাশ করতেন ।   

দিল-খোলা সু শি প্রকাশ্যেরাজদরবারেরপারিষদদেরঅন্যায়অবিচার উদঘাটনকরার জন্য রাজদরবারেরদলাদলিরবলিতেপরিণত হন । জীবনের দ্বিতীয়ার্ধে তিনি রাজনৈতিকনিপীড়নেছটফট করতেন। ৪৩ বছর বয়স থেকে তিনি একাধিকবারনির্বাসিত হন। রাজধানী থেকে তাঁর নির্বাসনের স্থান দূর থেকেদূরতরহয় এবংজীবনযাপনের পরিবেশওক্রমশইকঠিন হতে থাকে।কিন্তুকঠিনজীবন সংগ্রামের মধ্যেও তিনি চীনের কনফুসিয়াসবাদী তত্ত্ব,বৌদ্ধ ধর্ম ও তাও ধর্মেরদার্শনিক তত্ত্ব গভীরভাবে অধ্যয়ন করতেন । বৌদ্ধ ধর্ম ও তাও ধর্মেরদার্শনিক তত্ত্ব তাঁকে নানাদিকথেকে সামাজিক সমস্যা পর্যবেক্ষণ করতেএবংজীবনের ক্লেশ থেকে মুক্তি পেতে সাহায্য করেছে । কনফুসিয়াসবাদী তত্ত্ব আয়ত্ত করায় তিনিতাঁরআদর্শ , স্বপ্ন ও সৌন্দর্য-পিপাসায় অবিচল থাকতে পেরেছেন , সেই সঙ্গে তাঁরঅনন্য বক্তিত্ব ও মহত্ চরিত্রঅক্ষুন্ন রাখা এবংবাইরেরনির্মম আঘাত ঠেকানোও সম্ভব হয়েছে ।  

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040