Web bengali.cri.cn   
লেখক চাং খাং খাং
  2010-05-19 19:40:42  cri

১৯৬৯ সালে চীনের ১০ বছর মেয়াদী " সাংস্কৃতিক বিপ্লব" শুরু হয়। সেসময় শহরের প্রচুর জ্ঞানী তরুণ-তরুণী শহর ত্যাগ করে গ্রামাঞ্চলে বসবাস এবং কাজ করতে যান। অধিকাংশ তরুণ-তরুণীদের মত ২০ বছরের অপ্রাপ্তবয়স্ক চাং খাং খাং হাং চৌ শহরের জীবন ত্যাগ করে মাধ্যমিক বিদ্যালয়ের লেখা শেষের পর " পেই তা হুয়াং" অর্থাত্ চীনের হে লুং চিয়াং প্রদেশের উত্তরাঞ্চলের অনাবাদী অঞ্চলের ' হে লি হে' কৃষি খামারে কাজ করেন। এ সম্পর্কে তিনি বলেন:

" আমার নিজেদের সাহিত্যের স্বপ্ন নিয়ে " পেই তা হুয়াং" গেলাম। নিজের আস্থাতেই চর্চা করতে চাই বলে সবাই মনে করতাম। তবে সেখানে খুবই শীত এবং কাউকে দেখা যায় না এমন একটি মানুষহীন জায়গা। অবশ্যই সেখানে আসার শুরুর দিকে কিছুই পছন্দ করতাম না। তবে সেসময় আমার কিছু কিছু গুরুত্বপূর্ণ সাহিত্য-কর্মও সৃষ্টি করেছি"

সেসময় চাং খাং খাং ছিলেন চীনের খুবই বিখ্যাত সাহিত্যিক লু সুনের একজন অনুরাগী। ২০০১ সালে তিনি নিজের গদ্যের ওপর নির্ভর করে চীনের সাহিত্য জগতের সর্বোচ্চ মর্যাদার অন্যতম " লু সুন সাহিত্য পদক" অর্জন করেন।

লেখক চাং খাং খাংয়ের ব্যাপক দক্ষতা থাকার কারণে ২০০৯ সালের নভেম্বর মাসে তিনি চীনের রাষ্ট্রীয় পরিষদের কাউন্সিলার বিভাগের কাউন্সিলার পদে নির্বাচিত হন। এ থেকে তিনি সরাসরিভাবে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও'র কাছে প্রস্তাব উত্থাপন করতে পারেন। এ সম্পর্কে তিনি বলেন:

" লেখকের দেখার শক্তি বেশি থাকার কারণে নিজের কাছাকাছি সংশ্লিষ্ট সমস্যার ওপর বেশি করে গুরুত্ব আরোপ করা সম্ভব হয়। রাষ্ট্রীয় পরিষদের কাউন্সিলার বিভাগের কাজ প্রচুর, সেজন্য এ ব্যাপারে আমার অক্লান্ত প্রচেষ্টা চালানো দরকার"।---ওয়াং হাইমান


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040