|
সুন্দর শিয়াল ছাড়া বিশ্রী ও দয়ালু শিয়ালও " নির্জন কুঞ্জের বিচিত্র গল্প"এর কোনো কোনো গল্পের নায়িকা।
" কুতসিত শিয়াল" নামক গল্পে একটি কুতসিত শিয়াল একদিন একজন গরীব বুদ্ধিজীবীর দেখা পায় এবং অভাব অনটন কাটিয়ে উঠতে তার পরিবারের সবাইকে আর্থিক সাহায্য দেয় । প্রচুর পোষাক পাওয়া ও আরামদায়ক নতুন বাড়ি নির্মান করার পর সেই বুদ্ধিজীবী মন্ত্র পড়ে বাড়ি থেকে কুতসিত শিয়ালকে তাড়িয়ে দেওয়ার জন্য একজন জাদুকরকে আমন্ত্রণ জানায় ।সেই বুদ্ধিজীবীর অকৃতজ্ঞতায় ক্ষুব্ধ হয়ে কুতসিত শিয়াল সেই বুদ্ধিজীবীকে যা দিয়েছে তা সবই ফিরিয়ে নেয় । তারপর প্রকাণ্ড দৈত্যের মুর্তি ধারন করে তাকে সাজাও দেয় । লেখকের এই গল্পে মানবজাতির দুরাচারের নিন্দা করা হয়েছে ।" নির্জন কুঞ্জের অদ্ভুতগল্প" এ সুশ্রী আর নৃশংস শিয়ালও দৃষ্টিগোচর হয় ।" মানুষের চামড়া " নামক গল্পে একটি শিয়াল মানুষের মসৃন চামড়া পরে মানুষের রক্ত চোষে দিনপাত করে।অবশেষে মানুষদের লাঠির আঘাতে তার মৃত্যু হয় ।
মোটের উপর বলা যায় , ফু শং লিংয়ের " নির্জন কুঞ্জের অদ্ভুত গল্প"এ শিয়াল-দেবীর নামে যে অনেক নারী- চরিত্র সৃষ্টি করা হয়েছে তাদের এমন কতকগুলো সদগুণ আছে যা মানবজাতির মধ্যে নেই।
চীনের সাহিত্যের ইতিহাসে " নির্জন কুঞ্জের অদ্ভুত গল্প" একটি অমর গ্রন্থ । গত দু'শতাধিক বছরে তা বিশাধিক ভাষায় অনুদিত হয়ে সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছে ।তার একাধিক গল্পের অবলম্বনে চলচ্চিত্র বা টিভি নাটক তৈরী করা হয়েছে এবং দর্শকদের কাছে সমাদৃত হয়েছে ।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |