Web bengali.cri.cn   
ফু শং লিং ও তাঁর " নির্জন কুঞ্জের অদ্ভুত গল্প"
  2010-05-15 20:41:16  cri

অষ্টাদশ শতাব্দিতে চীনে " নির্জন কুঞ্জের অদ্ভুত গল্প" নামেএকটি ছোটো গল্প সংকলন দ্রুত জনপ্রিয়তা লাভ করে।গল্পকার ফু শং লিং স্বতন্ত্র রচনাশৈলিতে এই বইতে বহু শিয়াল-দেবীর কাহিনী বর্ণনা করেছেন ।

  ফু শং লিং (১৬৪০-১৭১৫) ছিলেন চীনের ছিং রাজত্বকালের সাহিত্যিক । বণিকের পরিবারে তাঁর জন্ম ।তিনি শিক্ষকতা করে জীবিকানির্বাহ করতেন এবং বহু সাহিত্যকর্ম রচনা করেছিলেন । " নির্জন কুঞ্জের অদ্ভুত গল্প" তাঁর প্রতিনিধিত্বকারী রচনা ।

 

 " নির্জন কুঞ্জের অদ্ভুত গল্প" এ আছে ৪৩১টি ছোটো গল্প। কোনো কোনো ক্ষুদ্র গল্পের চীনা শব্দসংখ্যা মাত্র দু-তিন শো । বড় বড় গল্পের চীনা শব্দসংখ্য কয়েক হাজার । বইটিতে শিয়াল-দেবী ও ভূতের কাহিনী বর্ণনার মাধ্যমে আড়ষ্ট সামন্ততান্ত্রিক রীতিনীতি ও রাজপরীক্ষার পচনশীল প্রথার সমালোচনা করা হয়েছে এবং স্বাধীন ব্যক্তিত্বের কীর্তন করা হয়েছে ।বইটির প্রেমের গল্প পড়তে পাঠকদের সবচেয়ে ভালোলাগে ।এই সব প্রেমের গল্পে ভূত ও শিয়াল-দেবীর সঙ্গে মানবের প্রণয়কাহিনী বর্ণনায় তরুণতরুনীদের সামন্ততান্ত্রিক রীতিনীতির বন্ধন ভাঙার ইচ্ছা প্রকাশ পেয়েছে ।

  " নির্জন কুঞ্জের অদ্ভুত গল্প"এ অধিকাংশ শিয়াল-দেবী সুন্দর আর দয়ালু কিশোরীর চেহারা ধারন করে আবির্ভুত হয় । " শিয়াও ছুই" নামক গল্পের নায়িকা শিয়াও ছুই সর্বাপেক্ষা হৃদয়গ্রাহী ।এই গল্পের ঘটনা-বিন্যাস জটিল ও চিত্তাকর্ষক । লেখক ফু শং লিং অসাধারণ কৌশলে যে একটি সরল , দয়ালু ও বুদ্ধিমান কিশোরীর চরিত্র নির্মান করেছেন তা পাঠকদের মন হরণ করেছে । গল্পটির উপসংহারে শিয়াও ছুইয়ের আসল পরিচয় জানা যায় ।প্রকৃত প্রস্তাবে শিয়াও ছুই ছিল একটি শিয়াল-দেবী । তার মা ওয়াংথাই ছাংয়ের বাড়িতে আশ্রয় নিয়ে বিপদ থেকে মুক্তি পেয়েছে । কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য সে সুন্দরীর চেহারায় রুপান্তরিত হয়ে ওয়াংথাই ছাংয়ের বাড়িতে এসেছে ।

 

 " শিয়ালের মেয়ের বিয়ে " নামক গল্পে শিয়ালের মেয়ের বিয়ের অনুষ্ঠান অতিরঞ্জিত করে বর্ণনা করা হয়েছে ।শিয়াল পরিবারের সবাই নম্র ও অতিথিপরায়ন।তারা অনিচ্ছাকৃতভাবে তাদের বাড়িতে ঢুকে পড়া মানুষদেরকে বন্ধুভাবাপন্ন সম্মানিত অতিথি বলে গণ্য করে এবং তাদের আপ্যায়নের চেষ্টার ত্রুটি করে নি ।এই প্রীতিপূর্ণ গল্প পড়ে পাঠকরা ভুলে যায় বাস্তব জীবনের গ্লানি ও দু:খবেদনা।

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040