Web bengali.cri.cn   
চীনের ১০জন সেরা বিদেশী বন্ধুর অন্যতম হিসেবে থাইল্যান্ডের রাজকুমার সিরিনথর্ন নির্বাচিত
  2010-04-28 18:10:22  cri

চীনা জনগণের একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে রাজকুমারী সিরিনথর্ন ২০ বছরের মধ্যে পর্যায়ক্রমে ৩০বার চীন সফর করেছেন। তিনি চীনা ভাষা এবং চীনা সংস্কৃতি শেখায় অবিচল রয়েছেন। চীন ও থাইল্যান্ডের সাংস্কৃতিক বিনিময় ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

থাইল্যান্ডে চীনের রাষ্ট্রদূত কুয়ান মু সংবাদমাধ্যমকে বলেন, " চীনের ১০জন সেরা বিদেশী বন্ধুর" অন্যতম হিসেবে রাজকুমারী নির্বাচিত হওয়া একটি প্রভাবশালী শক্তির ব্যাপার। যা থাইল্যান্ডে ইতিবাচক প্রভাব ফেলেছে। এ সম্পর্কে তিনি বলেন:

" এবারের অনুষ্ঠানের মধ্য দিয়ে চীন ও থাইল্যান্ডের জনগণের গভীর মৈত্রী প্রতিফলিত হয়েছে। চীন ও থাইল্যান্ডের সাংস্কৃতিক বিনিময় ত্বরান্বিত এবং দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা এগিয়ে নেয়ার জন্য রাজকুমারী সিরিনথর্ন সবসময় প্রচেষ্টা চালিয়ে এসেছেন। আমি বিশ্বাস করি, আমাদের মৈত্রী আরো সমৃদ্ধ করে তোলার জন্য দু'দেশের জনসাধারণ তাদের প্রচেষ্টা চালিয়ে যাবেন।---ওয়াং হাইমান


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040