|
চীন আন্তর্জাতিক বেতার, চীনের গণ বৈদেশিক মৈত্রী সমিতি এবং জাতীয় বিদেশী বিশেষজ্ঞ ব্যুরোর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত " চীনের ১০জন সেরা বিদেশী বন্ধু" সংক্রান্ত নির্বাচনে থাইল্যান্ডের রাজকুমার সিরিনথর্ন সবচে' বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে থাইল্যান্ড সরকার ও থাইল্যান্ডে চীনের দূতাবাস পৃথক পৃথকভাবে জাঁকজমকপূর্ণ উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিরিনথর্ন এ মর্যাদা অর্জনের জন্য থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিজিত্ ভেজ্জাজিভা এবং তাঁর স্ত্রী থাইল্যান্ড সরকার ও জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ভবনে উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করেন। ভেজ্জাজিভা উদযাপনী অনুষ্ঠানে বলেন:
" চীন এবং চীনা জনগণের প্রতি রাজকুমারী সিরিনথর্নের গভীর মনোভাব রয়েছে। তিনি চীনা সংস্কৃতির একজন একান্ত অনুরাগী। বহু বছর ধরে সিরিনথর্ন গুরুত্ব সহকারে চীনা ভাষা শেখেন এবং চীনা সাহিত্য কর্ম থেকে থাই ভাষায় এবং থাইল্যান্ডের সাহিত্য কর্ম থেকে চীনা ভাষায় অনুবাদ করেছেন। এর কল্যাণে ব্যাপকভাবে দু'দেশের জনগণের পারস্পরিক সমঝোতা জোরদার হয়েছে। " চীনের ১০জন সেরা বিদেশী বন্ধুর" অন্যতম হিসেবে রাজকুমারী নির্বাচিত হওয়া থাইল্যান্ড ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন পর্যায়ে এগিয়ে নেয়ার জন্য আরো জোরদার হবে। দু'দেশের যোগাযোগ আরও ঘনিষ্ঠ হবে বলেও মনে করা হয়"।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |