Web bengali.cri.cn   
তুষারাচ্ছন্ন পার্বত্যাঞ্চলে পর্যটকদের বৈচিত্রময় জীবন
  2010-04-21 20:42:09  cri

২০০৯ সালে এ সংস্কৃতি উদ্যান থেকে অর্জিত আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৬ লাখ ইউয়ান। নিকটবর্তী অঞ্চলের কৃষক ও পশুপালকরা এ উদ্যানের পর্যটন , সেবা খাত এবং নিজের উত্পাদিত দই ও শাক-সবজি বিক্রীর মাধ্যমে সরাসরিভাবে ৯ লাখ ২০ হাজারেরও বেশি ইউয়ান উপার্জন করেছে। এ উদ্যানের একজন কর্মচারী বলেন,

" এক কথা বলা যায়, ' নিয়াং রে' সংস্কৃতি উদ্যানের সর্বোচ্চ লাভকারীরা হচ্ছেন এ উপথানার কৃষক ও পশুপালক। এখন এ উদ্যানে মোট ৮৬জন কর্মী রয়েছে। তারা অধিকাংশই ' নিয়াং রে' উপথানার স্থানীয় অধিবাসী। এভাবেই স্থানীয় অতিরিক্ত শ্রম-শক্তির কর্মসংস্থানের সমস্যা সমাধান করা হয়েছে এবং তাদের আয় বাড়ানোর ক্ষেত্রও সম্প্রসারিত হয়েছে"।

তিব্বতী জাতির কৃষক ও পশুপালকদের নতুন ভাবমুর্তি তুলে ধরার পাশাপাশি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আকর্ষণ দিকগুলোও প্রদর্শন করা হয়েছে। ' নিয়াং রে' সংস্কৃতি উদ্যানে গেলে পর্যটকরা যেমন তিব্বতের কৃষি ও পশুপালন অঞ্চলের বসতবাড়ি, খাবার সংস্কৃতি, জাতীয় হস্তশিল্প পণ্য এবং উত্কৃষ্ট সাংস্কৃতিক পণ্যসহ বিভিন্ন পর্যটন খাত উপভোগ করতে পারেন , তেমনি তিব্বতের ঐতিহ্যবাহী প্রতিযোগিতা এবং লোক সংগীতের মজা মজার বিষয়ও আহরণ করতে পারেন।

তিব্বতী জাতির ঐতিহ্যবাহী সংস্কৃতি সুষ্ঠুভাবে বজায় রাখা এবং প্রচুর পর্যটনসম্পদ থাকার কারণে ২০০৪ সালে ' নিয়াং রে' উপথানার সংস্কৃতি উদ্যানকে " সারা দেশের কৃষি পর্যটনের একটি পরীক্ষামূলক স্থান" এবং " দেশের তিনটি শীর্ষ পর্যায়ের পর্যটন স্থান" বলে চিহ্নিত করা হয়েছে। এ সম্পর্কে চীনের সি ছুয়ান প্রদেশের একজন পর্যটক লিউ ইয়ান বলেন:

" এস্হানটি হচ্ছে রীতি-নীতির একটি যাদুঘর। সাধারণত যাদুঘরে শুধু দেখতে পাওয়া যায়। তবে এ সংস্কৃতি উদ্যানে খেলা-ধুলাসহ সব করা যায়। আমি মনে করি, এ রকমের উদ্যান খুবই মজার"।

সাম্প্রতিক বছরগুলোতে তিব্বতের অবকাঠামো ব্যবস্থার উন্নয়ন , বিমান ,সড়ক ও রেলপথসহ পরিবহণ ওয়েব-সাইটের গড়ে তোলা এবং পর্যটন ক্ষেত্রের বিভিন্ন কল্যাণকর নীতির কার্যক্রম প্রবর্তনের সঙ্গে সঙ্গে তিব্বতের পর্যটন শিল্পের দ্রুত গতির উন্নয়ন হয়েছে। ---ওয়াং হাইমান


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040